আয়ারল্যান্ডের ওয়ানডে স্কোয়াড ঘোষণা, দুই নতুন মুখ

পল স্টারলিং অ্যান্ডি বালবার্নি
Vinkmag ad

ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। অ্যান্ডি বালবার্নিকে অধিনায়ক করে ঘোষণা করা স্কোয়াডে আছে দুই নতুন মুখ জোনাথন গার্থ ও কুর্তিস ক্যাম্ফার।

স্টুয়ার্ট থম্পসন, শেন গেটকেটরা স্কোয়াডের অংশ হতে পারেননি। ডেভিড ডেলানিকে বিবেচনা করা হয়নি ইনজুরির কারণে।

আগামী ১৮ জুলাই সাউদাম্পটনে পৌঁছাবে আইরিশরা। সেখানে নিজেদের মধ্যে এক প্রস্তুতি ম্যাচ খেলে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষেও খেলবে এক প্রস্তুতি ম্যাচ।

ইংল্যান্ড সফরের জন্য আয়ারল্যান্ড স্কোয়াড-

অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), পল স্টারলিং, মার্ক অ্যাডায়ার, কুর্তিস ক্যাম্ফার, পিটার চেজ, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জোনাথন গার্থ, টাইরোন কেন, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককুলাম, কেভিন ও’ব্রায়েন, উইলিয়াম পোর্টারফিল্ড, বয়েড র‍্যানকিং, সিমি সিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়াং।

ইংল্যান্ডের ২৪ সদস্যের ওয়ানডে স্কোয়াড-

এউইন মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, হেনরি ব্রুকস, ব্রাইডন কার্সে, টম কারেন, লিয়াম ডসন, বেন ডাকেট, লরি ইভান্স, রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরি, স্যাম হেইন, টম হেল্ম, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ম্যাথু পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলে, জেমস ভিন্স ও ডেভিড উইলি।

ইংল্যান্ড আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি-

১ম ওয়ানডে- ৩০ জুলাই, এজেস বোল
২য় ওয়ানডে- ১ আগস্ট, এজেস বোল
৩য় ওয়ানডে- ৪ আগস্ট, এজেস বোল।

৯৭ ডেস্ক

Read Previous

বাদ পড়ে হতাশার সাথে রাগও ঝাড়লেন ব্রড

Read Next

বল হাতেও উজ্জ্বল স্টোকস, তবুও এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

Total
3
Share