হোল্ডারের ক্যারিয়ার সেরা বোলিং, ইংল্যান্ড টিকল ৪০৫ বল

জেসন হোল্ডার
Vinkmag ad

সাউদাম্পটনে করোনা পরবর্তী ক্রিকেট প্রত্যাবর্তনের শুরুটা রাঙাতে পারেনি স্বাগতিক ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথম ইনিংসে ২০৪ রানের বেশি তুলতে পারেনি বেন স্টোকসের দল, অলআউট হয়েছে ৪০৫ বলের মাথায়।

আজ (৯ জুলাই) দ্বিতীয় দিন ১ উইকেটে ৩৫ রান নিয়ে দিন শুরু করে ইংলিশরা। কিন্তু শেষ মুহূর্তে স্কোয়াডে অন্তর্ভূক্ত হওয়া ক্যারবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল ও অধিনায়ক জেসন হোল্ডারের তান্ডবে দিশেহারা ররি বার্ন্স, জ্যাক ক্রাওলে, ওলি পোপরা। লাঞ্চের আগে ১০৬ রান তুলতেই হারাতে হয় ৫ উইকেট।

লাঞ্চের পর ইংলিশদের হাল আরও বেশি টালমাটাল করে তোলেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। লাঞ্চের আগে ২১ রানে অপরাজিত থাকা বেন স্টোকস দুইবার জীবন পেয়েও করতে পারেননি ৪৩ রানের বেশি। তার ৪৩ রানই দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। প্রতিপক্ষ অধিনায়ক জেসন হোল্ডারের বলে স্টোকসের পর ফেরেন ৯ রানে অপরাজিত থাকা জস বাটলারও।

বাটলারের ব্যাট থেকে আসে ৩৫ রান, শেষদিকে একাই যা একটু লড়েছেন ডমিনিক বেস। অপরাজিত ছিলেন ৪৪ বলে ৩১ রানে। অলআউট হওয়া ইংল্যান্ডের ইনিংস স্থায়ী হয়েছে ৬৭.৩ ওভার। ৪২ রানে ক্যারিয়ার সেরা ৬ উইকেট তুলে নেন জেসন হোল্ডার। যা ক্যারিবিয়ান অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে সেরা বোলিং ফিগার।

ক্যারিয়ারের ৭ম বারের মত ইনিংসে ৫ উইকেট শিকার করেন বর্তমান টেস্ট র‍্যাংকিংয়ের এক নম্বর অলরাউন্ডার। শেষদিকে স্কোয়াডে অন্তর্ভূক্ত হওয়া শ্যানন গ্যাব্রিয়েল নেন বাকি ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ (দ্বিতীয় দিন চা বিরতির আগ পর্যন্ত)

ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২০৪/১০ (৬৭.৩ ওভার), বার্নস ৩০, সিবলি ০, ডেনলি ১৮, ক্রাওলে ১০, স্টোকস ৪৩, পোপ ১২, বাটলার ৩৫, বেস ৩১*, আর্চার ০, উড ৫, অ্যান্ডারসন ১০; রোচ ১৯-৬-৪১-০, গ্যাব্রিয়েল ১৫.৩-৩-৬২-৪, জোসেফ ১৩-৪-৫৩-০, হোল্ডার ২০-৬-৪২-৬।

৯৭ ডেস্ক

Read Previous

আনুষ্ঠানিকভাবে স্থগিত এশিয়া কাপ

Read Next

সাউদাম্পটনে হোল্ডারময় দিনে এগিয়ে সফরকারীরা

Total
22
Share