

লন্ডনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে প্রোস্টেটের সমস্যায় ভুগতে থাকা পাপন নিয়মিত চিকিৎসা সেবা নিচ্ছিলেন লন্ডনে। তারই ধারাবাহিকতায় গেল মাসের শেষ দিকে দেশ ছাড়েন তিনি।
ইংল্যান্ডে পৌঁছালেও করোনা ভাইরাসের কারণে নিয়মানুসারে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরই চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন বিসিবি সভাপতি। এরপ চিকিৎসকের পরামর্শেই গতকাল (৮ জুলাই) তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
গতমাসের শেষদিকে লন্ডনে যাওয়া পাপন অস্ত্রোপচারের শেষে সুস্থ আছেন। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘গতকাল (৮ জুলাই) আমাদের সভাপতিত প্রোস্টেটের সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন। আরও আগেই তার লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে ঐ সময় তিনি যেতে পারেননি।’
উল্লেখ্য, বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাথে লন্ডনে অবস্থান করছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। যদিও কবে নাগাদ দেশে ফিরছেন তারা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।