শ্রীশান্তের চোখে সেরা ভারতীয় একাদশ

শ্রীশান্ত রবিচন্দন অশ্বিন সুরেশ রায়না ইউসুফ পাঠান ২০১১ বিশ্বকাপ ভারত
Vinkmag ad

ভারতের হয়ে ২৭ টেস্ট, ৫৩ ওয়ানডে ও ১০ টি টি-টোয়েন্টি খেলেছেন শান্তকুমারান শ্রীশান্ত। কেরালায় জন্ম নেওয়া এই ডানহাতি পেসার স্পট ফিক্সিং করার দায়ে নিষিদ্ধ হবার আগ অব্দি ছিলেন ভারতীয় দলের নিয়মিত সদস্য। ৩৭ বছর বয়সী শ্রীশান্ত বেছে নিয়েছেন নিজের পছন্দের ভারতীয় একাদশ।

তিনটি আলাদা ফরম্যাটের জন্যই একটি দল বেছেছেন শ্রীশান্ত। টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্বের ভার দিয়েছেন রোহিত শর্মাকে। একাদশে রেখেছেন সুরেশ রায়নাকে।

ডব্লিউআইওএন (ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজ) কে শ্রীশান্ত বলেন, ‘আমি সব ফরম্যাটেই এক দলে বিশ্বাস করি। সুরেশ রায়না এমন একজন ক্রিকেটার যার অনেক অ্যাপ্রেসিয়েশন প্রাপ্য। ভিরাট কোহলির প্রতি পূর্ন শ্রদ্ধা রেখে বলছি রোহিত শর্মা হবে আমার টি-টোয়েন্টি অধিনায়ক। বাকি দুই ফরম্যাটে অধিনায়ক কোহলি।’

টি-টোয়েন্টিতে ভারতীয় অধিনায়ক-

মাহেন্দ্র সিং ধোনি- ৭২ ম্যাচে ৪১ জয়
ভিরাট কোহলি- ৩৭ ম্যাচে ২২ জয়
রোহিত শর্মা- ১৯ ম্যাচে ১৫ জয়

দলে রোহিত শর্মার সঙ্গে শিখর ধাওয়ানকে ওপেনার হিসাবে রেখেছেন শ্রীশান্ত। তিনে নামবেন ভিরাট কোহলি। চার ও পাঁচে নামবেন যথাক্রমে সুরেশ রায়না ও লোকেশ রাহুল।

উইকেট্রক্ষক মাহেন্দ্র সিং ধোনি নাম্বেন ছয়ে, সাতে নামবেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও একাদশে রেখেছেন শ্রীশান্ত।

শ্রীশান্ত বিশেষজ্ঞ বোলার হিসাবে নিজের সঙ্গে বিবেচনা করেছেন জাসপ্রীত বুমরাহ ও কুলদ্বীপ যাদবকে।

শ্রীশান্তের চোখে ভারতের সেরা একাদশ-

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, সুরেশ রায়না, লোকেশ রাহুল, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও শ্রীশান্ত।

প্রসঙ্গত, ১৬৯ আন্তর্জাতিক উইকেটের মালিক শ্রীশান্ত ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭) ও ওয়ানডে বিশ্বকাপ (২০১১) জয়ী দলের সদস্য ছিলেন।

৯৭ ডেস্ক

Read Previous

ব্লেজারের মধ্যে সেরা বার্তাটা পেয়েছেন বেন স্টোকস

Read Next

বুলবুলের চোখে বাংলাদেশের সেরা ওয়ানডে ও টেস্ট একাদশ

Total
5
Share