

লম্বা বিরতির পর করোনা বাধা দূরে সরিয়ে আগামীকাল (৮ জুলাই) মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। প্রায় চার মাস পর সাউদাম্পটনে ইংল্যান্ড – ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে দর্শকশূন্য নতুন রূপের ক্রিকেটের দেখা মিলবে। যা নিঃসন্দেহে ক্রিকেট ভক্ত থেকে ক্রিকেটারদের প্রাণে আশার সঞ্চার করতে যাচ্ছে। টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও মুখিয়ে আছেন ম্যাচগুলো দেখতে। খেলা দেখার মাধ্যমে করোনা প্রভাবে পরিবর্তিত নিয়ম কানুন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেও মনে করেন রিয়াদ।
ইংল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে, অন্যান্য দেশেও শুরু হয়েছে অনুশীলন। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সে পথে হাঁটতে পারেনি টাইগার ক্রিকেটাররা। যদিও শীঘ্রয়ই তাদেরও মাঠে ফেরাতে বদ্ধপরিকর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে মাঠ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোও গুছিয়ে আনতে শুরু করেছে বিসিবি।
এর আগেই আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফেরা প্রসঙ্গে উচ্ছ্বসিত মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ক্রিকেটার হিসাবে এটা তো খুব ভালো লাগার বিষয় যে, আন্তর্জাতিক ক্রিকেট এখন মাঠে ফিরছে। আমরা যেটা জানি যে অচিরেই (৮ জুলাই) ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলা দিয়ে ইন শা আল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে।’
‘ক্রিকেটার হিসাবে এটা খুবই ভালো লাগছে এবং খুবই উদগ্রীব আছি ম্যাচগুলো দেখার জন্য। কারণ, অন্তত আমরা ম্যাচ দেখার সুযোগ পাবো। করোনার সময় ক্রিকেট ফিরছে। আমার মনে হয় কমবেশি সব দর্শকই রোমাঞ্চিত, অপেক্ষায় আছে ক্রিকেট মাঠে ফেরার। ক্রিকেটার হিসাবেও আমার একই প্রত্যাশা।’
খেলা দেখার পাশাপাশি পরিবর্তিত নিয়ম কানুন সম্পর্কেও জানা যাবে উল্লেখ করে রিয়াদ যোগ করেন, ‘সবচেয়ে বড় পজিটিভ দিক যেটা সেটা হচ্ছে ক্রিকেট মাঠে ফিরবে। এবং আমরা যে জিনিসগুলো জানিনা সেই নিয়ম-কানুন গুলো সম্পর্কে আমরা হয়তো অবগত হব। ওনারা কীভাবে বা কোন নিয়মগুলো মেনে মাঠে ফিরেছেন বা অনুশীলনে ফিরেছেন। এসব ব্যাপারে আমরা সবাই জানতে পারব। এবং ঐ অনুযায়ী চলতে পারব। এটা আমাদের অনেক বেশি সাহায্য করবে।’