

দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ (৬ জুলাই) আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষের সিরিজের সূচি প্রকাশ করেছে।
হ্যাম্পশায়ারের এজেস বোল ও ল্যাঙ্কাশায়ারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল আয়ারল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে। সবগুলো ম্যাচ হবে ক্লোজ ডোর।
এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আইরিশরা ইংল্যান্ডে আসবে ১৮ জুলাই। এজেস বোলে তিনটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড ও সফরকারী আয়ারল্যান্ড।
ইংল্যান্ড আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি-
১ম ওয়ানডে- ৩০ জুলাই, এজেস বোল
২য় ওয়ানডে- ১ আগস্ট, এজেস বোল
৩য় ওয়ানডে- ৪ আগস্ট, এজেস বোল।
সফরকারী পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে। বাকি দুই টেস্ট হবে এজেস বোলে। তিনটি টি-টোয়েন্টিই বাবর আজমের দল খেলবে এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে।
ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজের সূচি-
১ম টেস্ট- ৫-৯ আগস্ট, এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড
২য় টেস্ট- ১৩-১৭ আগস্ট, এজেস বোল
৩য় টেস্ট- ২১-২৫ আগস্ট, এজেস বোল
ইংল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি-
১ম টি-টোয়েন্টি- ২৮ আগস্ট, এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড
২য় টি-টোয়েন্টি- ৩০ আগস্ট, এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড
৩য় টি-টোয়েন্টি- ১ সেপ্টেম্বর, এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড।
The Pakistan Cricket Board today confirmed an updated schedule of its men’s national cricket team’s tour of England, which will comprise three Tests and as many T20Is. https://t.co/N5p0kfA8vz pic.twitter.com/fKzsFXiAIe
— Pakistan Cricket (@TheRealPCB) July 6, 2020
আগামী ৮ জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ।