

শ্রীলঙ্কান তারকা ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে আটক করেছে পানাদুরা-নর্থ পুলিশ। পানাদুরায় এক মারাত্মক দুর্ঘটনার জেরে আটক করা হয় তাকে।
পুলিশ জানায় কুশল মেন্ডিস যেই গাড়ি চালাচ্ছিলেন তাতে ধাক্কা লেগে ৬৪ বছর বয়সী এক সাইক্লিস্ট মারা গেছেন। মৃত সাইক্লিস্ট পানাদুরার গোরাকপোলার বাসীন্দা।
আজ (৫ জুলাই) লঙ্কান স্থানীয় সময় সাড়ে ৫ টার দিকে পানাদুরায় হরিদুয়ানা এলাকা থেকে ১৩ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা সম্পর্কে লঙ্কান গণমাধ্যমকে জানান পুলিশের মুখপাত্র এসএসপি জালিয়া সেনারত্নে।
পুলিশ জানায় কুশল মেন্ডিসকে ডাক্তারি পরীক্ষার জন্য হাজির করা হবে এবং এরপর আদালতে প্রেরণ করা হবে।
২৫ বছর বয়সী কুশল মেন্ডিস শ্রীলঙ্কার পক্ষে ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। তিন ফরম্যাটে তার রান যথাক্রমে ২৯৯৫, ২১৬৭ ও ৪৮৪। ৯ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক কুশল মেন্ডিসের তিন ফরম্যাট মিলে আছে ৩৩ টি ফিফটি।
টেস্ট ক্যারিয়ারে দুই দফা ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়েছেন কুশল। ২০১৭ সালে গলে বাংলাদেশের বিপক্ষে আউট হন ১৯৪ রান করে। ২০১৮ সালে চট্টগ্রামে আউট হন ১৯৬ রানের মাথায়। মেন্ডিসের ২ ওয়ানডে সেঞ্চুরির একটি বাংলাদেশের বিপক্ষে (ডাম্বুলায় ২০১৭ সালে)।