মইন, বেয়ারস্টোদের বাদ দিয়ে ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা

মইন আলি জনি বেয়ারস্টো
Vinkmag ad

দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের ১ম ম্যাচের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

৮ জুলাই সাউদাম্পটনে শুরু হতে যাওয়া টেস্টে ইংলিশদের নিয়মিত অধিনায়ক জো রুট যে থাকবেন না তা জানা ছিল আগেই। ১ম টেস্টে ইংলিশদের নেতা বেন স্টোকস। এই টেস্টে ইংলিশদের হয়ে টেস্ট ফরম্যাটে টস করতে নামা ৮১ তম অধিনায়ক হবেন বেন স্টোকস।

স্কোয়াডে জায়গা হয়নি জনি বেয়ারস্টো, মইন আলিদের। এমনকি রিজার্ভ ক্রিকেটারদের তালিকাতেও নাম নেই এই দুজনের।

ইংল্যান্ডের ১৩ সদস্যের স্কোয়াড-

বেন স্টোকস (অধিনায়ক), জিমি অ্যান্ডারসন, জফরা আর্চার, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাক ক্রাউলে, জো ডেনলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস ও কার্ক উড।

রিজার্ভ ক্রিকেটার-

জেমস ব্রেসি, স্যাম কারেন, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ওলি রবিনসন ও ওলি স্টোন।

ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড-

জেসন হোল্ডার (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, রুমাহ বোনার, ক্রেইগ ব্র্যাথওয়েট, শামারাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, রাখিম কর্নওয়াল, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, চেমার হোল্ডার, শাই হোপ, আলঝারি জোসেফ, রেমন রেইফার ও কেমার রোচ।

রিজার্ভ ক্রিকেটার-

সুনীল অ্যাম্ব্রিস, জশুয়া ডা সিলভা, কিওন হার্ডিং, কাইল মায়েরস, প্রিস্টন ম্যাকসুইন, মারকুইনো মিন্ডলে, শাইন মোসলে, অ্যান্ডারসন ফিলিপ, ওশানে থমাস ও জোমেল ওয়ারিক্যান।

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের সূচিঃ

১ম টেস্ট- ৮-১২ জুলাই, এজেস বোল
২য় টেস্ট- ১৬-২০ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ড
৩য় টেস্ট- ২৪-২৮ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ড

৯৭ ডেস্ক

Read Previous

করোনা টেস্টে আরেক দফা পজিটিভ মাশরাফি

Read Next

সৌরভের অধিনায়কত্ব হারানোর নেপথ্যে ছিলেন বুকানন

Total
0
Share