প্রস্তুতি ম্যাচে ইংলিশদের স্বস্তির জায়গা একাধিক

জস বাটলার বেন স্টোকস ইংল্যান্ড
Vinkmag ad

নিজের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় আছেন জো রুট ও তার স্ত্রী ক্যারি। সেকারণে থাকবেন না সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে। দ্য রোজ বোলে প্রস্তুতি ম্যাচেও তাই খেলেন নি তিনি। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা তিন দিনের প্রস্তুতি ম্যাচে অধিনায়ক বেন স্টোকস ও জস বাটলার।

প্রস্তুতি ম্যাচের অংশ থাকা স্যাম কারেন অসুস্থ বোধ করায় ছিলেন আইসোলেশনে। পরে ইসিবি জানায় করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়েছেন তিনি। এই খবর ইংল্যান্ড শিবিরে স্বস্তি দিয়েছে নিশ্চিতভাবেই। স্বস্তি এসেছে আরেক দিক থেকেও। রান পেয়েছেন ব্যাটসম্যানরা।

 

View this post on Instagram

 

ইংলিশ শিবিরে স্বস্তি

A post shared by cricket97 (@cricket97bd) on

প্রথম ইনিংসে রানের দেখা পান ব্রেসি, ডেনলি, লরেন্স, ক্রাউলে, স্টোকস, ফোকসরা। দ্বিতীয় ইনিংসে রানের দেখা পেয়েছেন পোপ, বাটলার, ওকস, বেয়ারস্টো, সিবলি, ক্রাউলে, স্টোকস।

৩০ জনের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়বেন ৮ জন। মূল স্কোয়াডে থাকবেন ১৫ জন, বাকি ৭ জন থাকবেন রিজার্ভ ক্রিকেটার হিসাবে।

স্পিনার হিসাবে দাবি জানিয়ে রেখেছেন ডম বেস। যদিও অভিজ্ঞতার বিচারে মইন আলি, জ্যাক লিচরা এগিয়ে থাকবেন। লেগ স্পিনার পার্কিনসনও পেয়েছেন উইকেটের দেখা। মূল পেসাররাও ছিলেন ছন্দে।

সংক্ষিপ্ত স্কোর:

টিম বাটলার ১ম ইনিংসে ২৮৭/৫ (৯০ ওভারে ইনিংস ঘোষণা), বার্নস ২১, ব্রেসি ৮৫, ডেনলি ৪৮, লরেন্স ৫৮, পোপ ২৫, বাটলার ২৪*, কারেন ১৫*; অ্যান্ডারসন ১৮-৩-৪৯-২, ওভারটন ১৪-৪-৩২-২, ওভারটন ৬-০-২৫-১।

টিম স্টোকস ১ম ইনিংসে ২৩৩/১০ (৮৭.৫), জেনিংস ২৩, সিবলি ১২, ক্রাউলে ৪৩, বেয়ারস্টো ১১, স্টোকস ৪১, ফোকস ৩৮, মইন ৫, গ্রেগরি ০, ওভারটন ১৯, লিচ ২৫*, সাকিব ০; ওকস ১১-৩-৩৭-১, আর্চার ১২-৩-৩৭-২, উড ১১-৪-১৪-১, রবিনসন ৯-৪-৭-২, বেস ২০-৬-৬০-২, পার্কিনসন ৭-২-২৩-১, ভির্দি ৪.৫-৩-১-১।

টিম বাটলার ২য় ইনিংসে ২০০/৬ (৪১.৪ ওভারে ইনিংস ঘোষণা), বার্নস ৩৫, ব্রেসি ২২, ডেনলি ১, পোপ ৫৫*, বাটলার ৩৫, ওকস ৩৭, লরেন্স ৬; স্টোকস ৫-১-১৬-১, লিচ ১৩.৪-১-৮২-৩, মইন ৬-০-৩৮-২।

টিম স্টোকস ২য় ইনিংসে ১৫৭/৪ (৩০.২), বেয়ারস্টো ৩৯, সিবলি ৩৮, ক্রাউলে ৩৪, স্টোকস ৩৩*, মইন ৬; পার্কিনসন ৭-০-৪৭-২, উড ৪-১-১৯-১, বেস ১.২-০-১২-১।

ফলাফল: ম্যাচ ড্র।

৯৭ ডেস্ক

Read Previous

তৃতীয় দফা পজিটিভ হারিস রউফ, সুখবর পেলেন হায়দার-ইমরান

Read Next

বিনোদনমূলক ক্রিকেট খেলার অনুমতি দিল ইংল্যান্ড সরকার

Total
5
Share