

করোনা বাধা দূরে সরিয়ে মাঠের ক্রিকেটে লড়াইটা শুরু হয়েছে বেশ কয়েকটি দেশে। আন্তর্জাতিক সিরিজ খেলতে ইতোমধ্যে ইংল্যান্ডে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এদিকে বসে নেই আফগানরাও, কয়েকদিন আগে অনুশীলন শুরুর পর নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলছে ম্যাচও। আজ (৩ জুলাই) অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচেতো গড়িয়েছে সুপার ওভারে।
প্রায় মাস খানেক আগে থেকে অনুশীলন শুরু করে হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরানরা। পরবর্তী আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড নিয়ে চলছে আফগানদের ট্রেনিং সেশন। তার অংশ হিসেবেই নিজেদের মধ্যে আফগান জাওয়ান ও আফগান আতালান নামে ভাগ হয়ে ম্যাচ খেলা।
টস জিতে নাজিবউল্লাহ জাদরানের নেতৃত্বাধীন আফগান জাওয়ান ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায়। তরুণ অলরাউন্ডার করিম জান্নাত রীতিমত ঝড় তোলেন, খেলেছেন ৮৩ রানের ইনিংস। এছাড়া হজরতউল্লাহ জাজাই ও সামিউল্লাহ শিনওয়ারির ব্যাট থেকে আসে যথাক্রমে ৪৩ ও ৩৪ রান।
আজগর আফগানের নেতৃত্বাধীন আফগান আতালানের হয়ে বল হাতে তিনটি উইকেট নেন বাঁহাতি পেসার সৈয়দ শিরজাদ। এ ছাড়া আফতাব আলম ও হামজা হোতাক একটি করে উইকেট শিকার করেন।
জবাবে অধিনায়ক আজগর আফগানের ৬২ রানে ভর করে ৬ উইকেটে ১৯১ রানেই থামতে হয় আফগান আতালানদের। ডানহাতি ব্যাটসম্যান নাজিব তারাকাইয়ের ব্যাট থেকে আসে ৩৩ রান। আফগান জাওয়ানের পক্ষে দুটি উইকেট নেন শাপুর জাদরান। একটি করে উইকেট ভাগাভাগি করেন শারাফউদ্দিন আশরাফ, কায়েস আহমেদ, নাভিন উল হক ও করিম জান্নাত।
ম্যাচ সুপার ওভারে গড়ালে প্রথম ব্যাট করে আফগান আতালান। আজগর আফগান ও নাজিব তারাকাই মিলে তুলতে পারেননি ৮ রানের বেশি। আফগান জাওয়ানের হয়ে এই লক্ষ্য তাড়া করতে আসেন হজরতউল্লাহ জাজাই ও নাজিবউল্লাহ জাদরান। ওভারের পঞ্চম বলেই চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন বাঁহাতি ব্যাটসম্যান জাজাই।