

২০১৭ সালে বাংলাদেশের হয়ে অভিষেক হয় পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডারের আক্ষেপ মেটানোর সক্ষমতা তার মাঝে দেখেছেন অনেকেই।
ডাবহাতে বল করা সাইফউদ্দিন ব্যাট করেন বামহাতে। ২০১৯ বিশ্বকাপে তরুণ এই পেসার ছিলেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ৭ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। ব্যাট হাতে ৮৭ রান করা সাইফউদ্দিন ভারতের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৫১ রানের ইনিংস।
সাইফউদ্দিনের সক্ষমতা অনেকটাই প্রমাণিত। তবে চ্যালেঞ্জ নিতে ভালবাসেন তিনি। এবার চ্যালেঞ্জ দিয়ে বসেছেন সাকিব আল হাসানকে!
নিজের ফেসবুক পেইজে সাইফউদ্দিন লেখেন, ‘আজকে সাকিব ভাই কে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করবো এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে। সুজন স্যার থাকবে আম্পায়ার হিসেবে।
মজার বিষয় হলো সাকিব ভাই ও চ্যালেঞ্জ টা গ্রহন করেছে।
যদিও সাকিব ভাই এর সমর্থক অনেক বেশি তারপর আমার জন্য দোয়া চাচ্ছি । করোনা পরবর্তী মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবো ইন শা আল্লাহ।’
২৩ বছর বয়সী মোহাম্মদ সাইফউদ্দিন বাংলাদেশের জার্সি গায়ে চেপে খেলেছেন ২২ ওয়ানডে, ১৫ টি-টোয়েন্টি। ব্যাট হাতে ওয়ানডেতে ২ ফিফটিতে করেছেন ২৯০ রান, টি-টোয়েন্টিতে করেছেন ১০৮ রান। বল হাতে ৩১ ওয়ানডে উইকেটের সাথে আছে ১৪ ট-টোয়েন্টি উইকেট।