

উইজডেন ক্রিকেট ম্যাগাজিনের জুলাই সংষ্করণে ক্রিকভিজের সহায়তায় তৈরি করা হয়েছে একবিংশ শতাব্দীর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স (এমভিপি) এর তালিকা। তিনটি আলাদা সংষ্করণে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা দেওয়া হয়েছে। যেখানে দুই ফরম্যাটের সেরা দশে আছেন সাকিব আল হাসান।
টেস্ট ফরম্যাটে এমভিপি হয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়াহ মুরালিধরন। ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের রাশিদ খান।
ক্রিকভিজের স্যাম গ্রিন উদ্ভাবিত পদ্ধতিতে এমভিপি রেটিং পেয়েছেন ক্রিকেটাররা। যেখানে ব্যাটিং ও বোলিং অ্যাভারেজের ভিত্তিতে সেরা খেলোয়াড় খোঁজা হয়নি, বরং ম্যাচ ইমপ্যাক্টকে প্রাধান্য দেওয়া হয়েছে।
ক্রিকভিজের বিশ্লেষক ফ্রেডি উইল্ডি বলেন, ‘আমাদের ম্যাচ ইমপ্যাক্ট মডেলে দেখা হয় একজন ক্রিকেটার কতটা ভালো বা খারাপ খেলেছে সেই একই ম্যাচে তার পজিশনে খেলা অন্য ক্রিকেটারের চেয়ে।’
‘এটা বলে রাখা গুরুত্বপূর্ণ যে আমরা যে তথ্য দিয়েছি তা এটা নিশ্চিত করে না যে কে সেরা। আমাদের দেওয়া তালিকা এটা নির্দেশ করে যে কোন ক্রিকেটার ম্যাচে বেশি উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেছে।’
টেস্ট ফরম্যাটে এমভিপির তালিকায় ৬ নম্বরে আছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে সেরা দশে না থাকলেও ওয়ানডেতে আছেন দুই নম্বরে।
In this month’s edition of the @WisdenCricket Magazine there is a @CricViz special feature detailing the most impactful players in Test, ODI and T20 cricket in the 21st century – based on work by the brilliant @aSamGreen. https://t.co/y4ok61zLSo. pic.twitter.com/1IQD3vUOH0
— Freddie Wilde (@fwildecricket) June 25, 2020
উইজডেন ক্রিকেট মান্থলির চোখে শতাব্দীর মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার (টেস্ট)-
১. মুত্তিয়াহ মুরালিধরন (শ্রীলঙ্কা)- ৯৭.৫
২. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৯৭.৩
৩. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৯১.৭
৪. গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)- ৮৯.৬
৫. শন পোলক (দক্ষিণ আফ্রিকা)- ৮৪.৯
৬. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৮৪.২
৭. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)- ৮৩.৯
৮. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৮৩.৯
৯. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৮৩.৩
১০. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)- ৮১.০২
উইজডেন ক্রিকেট মান্থলির চোখে শতাব্দীর মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার (ওয়ানডে)-
১. অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড)- ২১.৩
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২০.৮
৩. গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)- ২০.৬
৪. এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)- ২০.৪
৫. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ১৯.১
৬. ভিরাট কোহলি (ভারত)- ১৮.৯
৭. শন পোলক (দক্ষিণ আফ্রিকা)- ১৭.১
৮. হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)- ১৭.১
৯. নাথান ব্রাকেন (অস্ট্রেলিয়া)- ১৭.০
১০. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)- ১৬.৯
উইজডেন ক্রিকেট মান্থলির চোখে শতাব্দীর মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার (টি-টোয়েন্টি)-
১. রাশিদ খান (আফগানিস্তান)- ৭.১
২. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৬.৭
৩. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৬.২
৪. সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)- ৬.২
৫. এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)- ৫.৭
৬. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ৫.৬
৭. এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)- ৫.৫
৮. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)- ৫.২
৯. ওয়াহাব রিয়াজ (পাকিস্তান)- ৫.০
১০. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)- ৫.০