

বিশ্বের প্রায় সব ক্রিকেট খেলুড়ে দেশই করোনা পরবর্তী মাঠে ফেরার দ্বারপ্রান্তে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজতো ইতোমধ্যে মাঠের ক্রিকেটও শুরু করে দিয়েছে। তবে দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অনুশীলনে ফেরার পথটা এখনো প্রশস্ত নয় টাইগার ক্রিকেটারদের জন্য। কিন্তু একটু দেরিতে হলেও মাঠে ফেরাটা নিশ্চিতই, সেক্ষেত্রে এখন থেকেই সবকিছু ঠিকঠাক করে রাখতে চায় বিসিবি।
ইতোমধ্যে দেশের ৮ টি স্টেডিয়ামের পরিচর্যার কাজ শুরু হয়েছে। নিয়মিত কাজ করছেন ১০০ জনের বেশি মাঠ কর্মী। যেন পরিস্থিতি স্বাভাবিক হলেই নিকটস্থ মাঠগুলোতে অনুশীলন করতে কোন সমস্যা না হয় ক্রিকেটারদের। আজ (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের ক্রিকেটাররা যখনই মাঠে ফিরুক, এসব বিষয়ে (স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত) আমরা সবসময়ই সচেতন। ট্রেনিং সেশন দিয়ে সবকিছু আবার শুরু হতে পারে। আর এ কারণেই মাঠগুলো অনুশীলন সুবিধাসহ প্রস্তুত করা হচ্ছে।’
দেশের আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট নিয়মিত আয়োজন হয় এমন মাঠগুলোকেই নিরাপদ ও অনুশীলন উপযোগী করা হচ্ছে। মাঠগুলো হল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লাহ’র খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম, কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম।
মাঠকর্মীরা নিয়মিত স্টেডিয়ামগুলোর পিচ, আউটফিল্ড ও অন্যান্য সুযোগ সুবিধা রক্ষণাবেক্ষণে সক্রিয় আছেন। নিয়মিত কাজের অংশ হিসেবে তারা পানি সরবরাহ, ঘাস কাটা ও ছাঁটাই, সার ও কীটনাশক ছিটানো, বারমুডা ঘাস রোপণ, আগাছা অপসারণসহ নানাবিধ কাজ করছেন।
এর বাইরে স্টেডিয়ামগুলোর বিদ্যুৎ নিয়ন্ত্রণ বিভাগ থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি দেখভাল করে এমন কর্মীরাও বর্তমানে দায়িত্ব পালন করছেন।