

পাকিস্তানের সীমিত ওভারের দুই ফরম্যাটে অধিনায়ক বাবর আজম। টেস্টে আজহার আলির ডেপুটি তিনি। বর্তমান সময়ে পাকিস্তানের সেরা এই ব্যাটসম্যান এখন অবস্থান করছেন ইংল্যান্ডে। স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে ট্রিপল সেঞ্চুরি করতে চান বলে জানিয়েছেন তিনি।
ওর্চেস্টারশায়ারে অবস্থানরত বাবর আজম টেলি কনফারেন্সের মাধ্যমে আজ (২ জুলাই) কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে ৫ টেস্ট সেঞ্চুরির মালিক বাবর বলেন সেঞ্চুরি পেলে সেটাকে বড় করতে চান তিনি।
বাবর বলেন, ‘যখন আপনি সেঞ্চুরি করেন আপনি স্বাভাবিকভাবেই সেটাকে ডাবল বা ট্রিপল সেঞ্চুরিতে রূপ দিতে চান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমি এটাই করতে চাই। আমি আমার স্বভাবজাত ক্রিকেট খেলতে পছন্দ করি তবে আমার শট সিলেকশন নির্ভর করে কন্ডিশন ও বোলারের ওপর।’
ইংল্যান্ড সফরে এসে এর আগে ভালো পারফরম্যান্স উপহার দিয়েছে পাকিস্তান। সেটারই পুনরাবৃত্তি করতে চান বাবর।
‘আমরা আমাদের আগের ইংল্যান্ড সফরে ভালো পারফর্ম করেছিলাম। সেকারনেই এই সিরিজের দিকে আমরা তাকিয়ে আছি। আমরা আমাদের ফোকাস টেস্ট সিরিজ জয়েই রেখেছি, এটাই আমাদের প্রথম লক্ষ্য।’
‘ইংল্যান্ডের হোম অ্যাডভ্যান্টেজ আছে। তবে আমাদের বোলাররা তাদের ব্যাটসম্যানদের কঠিন সময় উপহার দেবে।’
আজহার আলি কদিন আগে বলেছিলেন ইংল্যান্ডের টপ অর্ডার অ্যালিস্টার কুকের অবসরের পর থেকে ভঙ্গুর। আজহারের ডেপুটি বাবর আজমের কণ্ঠেও একই সুর।
বাবর বলেন, ‘আমরা তাদের ভঙ্গুর টপ অর্ডারকে লক্ষ্য বানাবো। মোহাম্মদ আব্বাস অভিজ্ঞ পেসার। সাথে তরুণ নাসিম শাহ ও শাহীন শাহ আফ্রিদি অমিত প্রতিভাধর। আমাদের বোলারদের কাছে আমাদের উচ্চ আকাঙ্ক্ষা আছে।’
২০১৬ সালে টেস্ট অভিষেকের পর পাকিস্তানের পক্ষে ২৬ টি টেস্ট খেলেছেন বাবর আজম। ৪৫.১২ গড়ে রান করেছেন ১৮৫০। ১৩ ফিফটির সাথে আছে ৫ সেঞ্চুরি। তবে এখন অব্দি কোন সেঞ্চুরিকে ১৫০ তে রূপ দিতে পারেননি তিনি। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ১৪৩ রান তার ক্যারিয়ার সেরা।