

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান স্যার এভারটন উইকস পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। ৯৫ বছর বয়সে বার্বাডোসের ক্রাইস্ট চার্চ হোমে মারা গেলেন একসময়কার তারকা এই ব্যাটসম্যান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
গেলবছরের জুনে হার্ট অ্যাটাক হয়েছিল স্যার এভারটন উইকসের। এরপর থেকেই অসুস্থ ছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪৮ টি টেস্ট খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৫৮.৬১ গড়ে রান করেছেন ৪৪৫৫। ১৯ টি ফিফটির সাথে আছে ১৫ টি সেঞ্চুরি। ১৫ সেঞ্চুরির ৫ টি সেঞ্চুরিই করেছিলেন টানা। হতে পারত টানা ৬ সেঞ্চুরি। তবে হয়নি ৯০ রানে ব্যাট করতে থাকা উইকস বিতর্কিত এক রান আউটে কাটা পড়লে।
টেস্ট ক্রিকেটের ১৪৩ বছরের ইতিহাসে স্যার এভারটন উইকসই টানা ৫ ইনিংসে সেঞ্চুরি করা ব্যাটসম্যান। মাত্র ১২ ইনিংসে ১০০০ টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেছিলেন উইকস (স্যাটক্লিফের সঙ্গে যৌথভাবে দ্রুততম ১০০০ টেস্ট রান করার বিশ্বরেকর্ড)।
Legendary Windies cricketer Sir Everton Weekes passes away aged 95.
✅ Fastest to 1000 test runs (12 inn)
✅ Only player with 5 centuries in consecutive innings
✅ Scored 4455 test runs with 58.61 average.
✅ 19 50’s, 15 100’s #WeMourn #Cricket pic.twitter.com/R0OfEKQBR2— Cricket97 (@cricket97bd) July 1, 2020
স্যার ক্লাইড ওয়ালকট ও স্যার ফ্র্যাঙ্ক ওরেলের সঙ্গে গড়েছিলেন বিখ্যাত থ্রিডব্লিউ জুটি। ১৯৯৫ সালে পেয়েছিলেন নাইট উপাধি। উইকসকে বলা হত সেঞ্চুরির রাজা, তবে জীবনের খেলায় সেঞ্চুরি করা হলনা তার।
খেলোয়াড়ি জীবন শেষে আইসিসির ম্যাচ রেফারি হিসাবে দায়িত্ব পালন করেছেন, দিয়েছেন ধারাভাষ্যও।
Our hearts are heavy as we mourn the loss of an icon. A legend, our hero, Sir Everton Weekes. Our condolences go out to his family, friends and many fans around the world. May he rest in peace. 🙏🏽 pic.twitter.com/RnwoJkhjPd
— Windies Cricket (@windiescricket) July 1, 2020
Everton Weekes, one of West Indies’ greatest batsmen and a former ICC match referee, has passed away at the age of 95. May he rest in peace. pic.twitter.com/m6aP7JamPE
— ICC (@ICC) July 1, 2020