

এজেস বোলে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ইংল্যান্ড , টিম স্টোকস ও টিম বাটলার নামে দুই দলে আছেন মোট ২৭ জন।
টিম স্টোকস টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে উইকেটের দেখা পেয়েছেন ক্রেইগ ওভারটন।
প্রস্তুতি ম্যাচের দল-
টিম স্টোকস- ডমিনিক সিবলি, কিটন জেনিংস, জ্যাক ক্রাউলে, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, মইন আলি, লুইস গ্রেগরি, ক্রেইগ ওভারটন, জ্যাক লিচ, ওলি স্টোন, জেমস অ্যান্ডারসন ও সাকিব মাহমুদ।
টিম বাটলার- ররি বার্ন্স, জেমস ব্রেসি, জো ডেনলি, ড্যান লরেন্স, ওলি পোপ, জস বাটলার (অধিনায়ক), স্যাম কারেন, ক্রিস ওকস, ডমিনিক বেস, মার্ক উড, জফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পার্কিনসন ও ওলি রবিনসন।
CRICKET IS BACK! 🏏
Our three-day intra-squad match is underway – watch our live stream here 👇
— England Cricket (@englandcricket) July 1, 2020