বিশ্বকাপ ফাইনালে ফিক্সিং: ডি সিলভার পর থারাঙ্গার জিজ্ঞাসাবাদ

অরবিন্দ ডি সিলভা উপুল থারাঙ্গা
Vinkmag ad

২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে ইচ্ছে করেই হেরেছে শ্রীলঙ্কা, এমন অভিযোগে তোলেন দেশটির তখনকার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামাগে। তার অভিযোগ উড়িয়ে দিয়ে বিবৃতি দিয়েছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনের মত তারকা ক্রিকেটাররা। তারই প্রেক্ষিতে লঙ্কান পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় তখনকার প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকেও।

কলম্বোতে গতকাল (৩০ জুন) প্রায় ৬ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সাবেক তারকা অরবিন্দ ডি সিলভাকে। ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যানকে সদ্য গঠিত দুর্নীতি দমন ইউনিট প্রথম সাক্ষাৎকার নেয়।

দায়িত্বরত কর্মকর্তা জগাথ ফোনসেকা সাংবাদিকদের বলেন, ‘আমরা আজ (৩০ জুন) ম্যাচ ফিক্সিংয়ের (২০১১ বিশ্বকাপ ফাইনাল) অভিযোগের তদন্ত শুরু করেছি। আজ অরবিন্দ ডি সিলভা যে বক্তব্য দিয়েছেন তার উপর ভিত্তি করে ২০১১ বিশ্বকাপ দলের সদস্য উপুল থারাঙ্গার বিবৃতি নিব আগামীকাল (১ জুলাই)।’

যে ম্যাচ ঘিরে এমন অভিযোগ সেই ম্যাচে বাঁহাতি ওপেনার উপুল থারাঙ্গা ২০ বলে ২ রান করে আউট হন। তৎকালীন প্রধান নির্বাচক ডি সিলভাকে ৬ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার বিষয়টিও নিশ্চিত করেন জগাথ ফোনসেকা।

Upul Tharanga | AFP
Upul Tharanga | Photo AFP

প্রায় ২ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় উপুল থারাঙ্গাকে। জিজ্ঞাসাবাদ সম্পর্কে থারাঙ্গা বলেন, ‘তারা আমাকে কিছু প্রশ্ন করে চলমান তদন্তাধীন ঘটনা নিয়ে। আমি আমার স্টেটমেন্ট তাদের দিয়েছি।’

সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামাগে ১৮ জুন এমন বিষ্ফোরক অভিযোগ তোলেন। বিশেষ করে ঐ ম্যাচের আগে একাদশে চারটি গুরুত্বপূর্ণ বদলের কারণে অনেকের মনেই সন্দেহ দানা বেঁধেছিল। পুলিশের একটি বিশেষ তদন্ত ইউনিট গত সপ্তাহে আলুথগামাগের বিবৃতিও রেকর্ড করেছে।

৯৭ ডেস্ক

Read Previous

শুক্রবারে ম্যানচেস্টারে যাচ্ছেন হাফিজ-ওয়াহাবরা

Read Next

সরাসরি দেখুনঃ টিম স্টোকস বনাম টিম বাটলারের খেলা

Total
42
Share