

এর আগে রবিবার ইংল্যান্ডের উদ্দেশ্যে পাকিস্তান ছেড়ে ২০ ক্রিকেটার। আজ পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) নিশ্চিত করেছে আরো ৬ ক্রিকেটার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবে ৩ জুলাই (শুক্রবার)।
ফখর জামান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান ও ওয়াহাব রিয়াজ পাকিস্তান এয়ার লাইন্সে (পিআইএ) করে যাবেন ইংল্যান্ডে।
এই ছয়জন ক্রিকেটার ইংল্যান্ডে পৌঁছে ওর্চেস্টারশায়ারে যাবেন। সেখান দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এর তরফ থেকে করা করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হলে যোগ দেবেন সতীর্থদের সঙ্গে।
ওর্চেস্টারশায়ারে আগেই পৌঁছে যাওয়া ২০ পাকিস্তানি ক্রিকেটার গতকাল অনুশীলন করেছে, এর আগে ইসিবির করা করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিৎ হয়েছেন তারা।
Pakistan team training session at Worcestershire. pic.twitter.com/HR4MisRLwF
— Pakistan Cricket (@TheRealPCB) June 30, 2020
Passing the experience on! pic.twitter.com/QMZJi52H68
— Pakistan Cricket (@TheRealPCB) June 30, 2020
Pakistan team training session at Worcestershire. pic.twitter.com/C60qrQl4oe
— Pakistan Cricket (@TheRealPCB) June 30, 2020
আগস্ট ও সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ৩ টি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি।