

করোনা প্রভাবে তিন মাসের বেশি গৃববন্দী সময় কাটছে বাংলাদেশের ক্রিকেটারদের। বাজে করোনা পরিস্থিতির কারণে অনুশীলন শুরু করতে বিসিবির নেওয়া পরিকল্পনাও থমকে আছে। তবে ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখতে শুরু থেকেই সচেষ্ট বিসিবি। বাসায় ট্রেনিংয়ের জন্য ক্রিকেটারদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে সূচীও। সবশেষ সংযোজন ‘করোনা অ্যাপ’, যেখানে নির্ধারিত প্রশ্নের উত্তরের মাধ্যমে জানা যাবে ক্রিকেটারদের শারীরিক অবস্থা।
অ্যাপসের মাধ্যমে কার্যক্রম চালাতে গিয়ে প্রথম দিনেই সমস্যা ধরা পড়ে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিল্পব ও অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের। বিপ্লবের নাকের সাইনোসাইটিসের পুরোনো সমস্যা অন্যদিকে সাইফউদ্দিনের কয়েকদিন ধরে আসছিল জ্বর। করোনা অ্যাপসে সমস্যা ধরা পড়ার পরই দুজনেই চিকিৎসা নেওয়া শুরু করেন। ইতোমধ্যে জ্বর কমেছে সাইফউদ্দিনের। নাকের সমস্যায় চিকিৎসাধীন আছেন বিপ্লব।
রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নাক, কান , গলা বিশেষজ্ঞের অধীনে কয়েকদিন ধরেই চিকিৎসা নিচ্ছেন এই লেগ স্পিনার। পরামর্শ মেনে নিয়মিত ওষুধ সেবন করছেন তবে দিন কয়েক পর আবারও চিকিৎসকের শরণাপন্ন হবেন। ওষুধ সেবনে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বিপ্লব তবে অস্ত্রোপচার করতে হবে কীনা সেটি সিদ্ধান্ত নিবে চিকিৎসকই।
‘ক্রিকেট৯৭’ কে আমিনুল ইসলাম বিপ্লব বলেন, ‘হ্যা আমার নাকের সমস্যা অনেকদিন ধরেই (সাইনোসাইটিসের)। ৫-৬ দিন হল অ্যাপোলোতে দেখিয়েছি। চিকিৎসক ওষুধ দিয়েছেন, এর বাইরে কিছু পরামর্শও দিয়েছেন। সেগুলো মেনে চলার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় কিছুটা উন্নতি হচ্ছে। কয়েকদিন পর আবার দেখা করবো। তখনই আসলে উনি জানাবেন কোন পর্যায়ে আছে বা কি করণীয়।’
কিছু দিন আগে তার বাবাও শ্বাস কষ্টের সমস্যায় ভুগেছেন, ভর্তি করাতে হয় হাসপাতালেও। তার বাবার বর্তমান অবস্থা জানাতে গিয়ে বলেন, ‘বাবার অবস্থা এখন উন্নতির দিকে। আগের চেয়ে বেশ ভালো আছেন। কয়েকদিন আগেই উনাকে বাসায় নিয়ে আসা হয়েছে।’