

ফখর জামান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান ও ওয়াহাব রিয়াজ দ্বিতীয় দফা করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়েছেন। তিন দিনের ব্যবধানে করা দুই টেস্টেই নেগেটিভ প্রমাণিত হয়েছেন এই ৬ ক্রিকেটার।
এর আগে প্রথম বার করোনা টেস্ট পজিটিভ প্রমাণিত হয়েছিলেন তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে তাদের এখন ইংল্যান্ড সফরে যেতে বাঁধা নেই। তারা দ্রুতই দলের বাকি সদস্যদের সঙ্গে ওর্চেস্টেরশায়ারে যোগ দিবেন।
পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা এই ছয় জনকে ইংল্যান্ডে পাঠানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং দ্রুতই তা জানাবেন।
রবিবার ইংল্যান্ড সফরে গিয়েছেন যারা-
আজহার আলি (টেস্ট অধিনায়ক), বাবর আজম (টেস্টে সহ অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, খুশদীল শাহ, মোহাম্মদ আব্বাস, মুসা খান, নাসিম শাহ, রোহেল নাজির, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, উসমান খান শিনওয়ারি ও ইয়াসির শাহ।
Six players eligible to join side in Worcester following second negative Covid-19 testhttps://t.co/PAVto66nKp pic.twitter.com/vsYDz4P7aM
— PCB Media (@TheRealPCBMedia) June 30, 2020