

আগস্টে অস্ট্রেলিয়ায় যেয়ে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এই সিরিজ স্থগিত করতে সম্মত হয়েছে।
দুই বোর্ড পারষ্পারিক সমঝোতায় এসেছে যে বর্তমান পরিস্থিতিতে এই সিরিজ স্থগিত করাটাই সঠিক সিদ্ধান্ত।
ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘যদিও আমরা হতাশ এই সিরিজ স্থগিত হওয়াতে। সিএ ও জেডসি একমত হয়েছে খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল, স্বেচ্ছাসেবক, সমর্থকদের কথা মাথায় রেখে বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া।’
‘আমরা জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে আলাপ করে এই সিরিজ পরবর্তীতে আয়োজন করার ব্যাপারে আশাবাদী।’
জিম্বাবুয়ে ক্রিকেটের ভারপ্রাপ্ত পরিচালক গিভমোর ম্যাকোনি বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য উচ্ছসিত ছিলাম। তবে পরিস্থিতি বিবেচনায় আমাদের অস্ট্রেলিয়া সফর পিছিয়ে দেওয়াটাই একমাত্র বিকল্প। যখনই সম্ভব হবে আমরা এই সিরিজ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিব।’
প্রসঙ্গত ৯, ১২ ও ১৫ আগস্ট তিনটি ওয়ানডে খেলার কথা ছিল এই দুই দলের।
Together with Zimbabwe Cricket, we’ve agreed to postpone the ODI series scheduled to be played in Australia in August.
Read all the info here: https://t.co/bUV937J4vU pic.twitter.com/MPkw6c6RTO
— Cricket Australia (@CricketAus) June 30, 2020