

দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সোমবার নিশ্চিত করেছে ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট মাঠে গড়াবে ১ আগস্ট থেকে। ১৮ টি প্রথম শ্রেণির কাউন্টি দল ও পেশাদার ক্রিকেটারদের সংগঠনের সঙ্গে বোঝাপড়া করেই এই সিদ্ধান্তে এসেছে ইসিবি।
তবে এবারের কাউন্টি প্রতিযোগিতায় কোন ফরম্যাটে খেলা হবে তা নিয়ে সম্মতি আসেনি এখনো। জুলাইয়ের শুরুর দিকে ফিক্সচার জানানো হবে বলে জানিয়েছে ইসিবি। ২০২০ সালে নারীদের ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ইসিবির তরফ থেকে।
প্রতিযোগিতামূলক ক্রিকেট মাঠে ফেরানোর প্রস্তুতি নিতে ক্রিকেটারদের ট্রেনিংয়ে ফেরার সবুজ সংকেতও দিয়েছে বোর্ড। ১ জুলাই থেকে কাউন্টি ক্রিকেটাররা ট্রেনিং করতে পারবেন।
এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হবার কথা ছিল ১২ এপ্রিল। তবে করোনা ভাইরাসের কারণে তা কয়েক দফা স্থগিত হয়। প্রথমে ২৮ মে অব্দি স্থগিত করা হয়, এরপর ১ জুলাই পর্যন্ত। এবার অনেক কিছু আমলে নিয়ে চূড়ান্ত তারিখ নির্ধারন করেছে ইসিবি। যদিও এখনো সরকারী সিদ্ধান্তের কারণে বদলাতে পারে টুর্নামেন্ট শুরুর তারিখ।
The England and Wales Cricket Board (ECB) has given its approval for the professional men’s county cricket season to begin on 1 August.
— England and Wales Cricket Board (@ECB_cricket) June 29, 2020