পাকিস্তান একটা ম্যাচ জিতলেও অবাক হবেন আজমল

ajmal
Vinkmag ad

ইংল্যান্ডের বিপক্ষে এমনিতে পাকিস্তানের সাম্প্রতিক টেস্ট পরিসংখ্যান দুর্দান্ত। সবশেষ ১২ ম্যাচের ৮ টিতেই জিতেছে পাকিস্তান, এমনকি ইংল্যান্ডের মাটিতে খেলা শেষ তিন ম্যাচের দুটিতেও জয় তাদের। কিন্তু অপেক্ষাকৃত তরুণ দল বলেই আসন্ন সিরিজে পাকিস্তান একটি ম্যাচ জিতলেও অবাক হবেন সাইদ আজমল।

সাবেক এই অফ স্পিনার মনে করেন বর্তমান দলটি কোনভাবেই ইংলিশদের পরীক্ষা নেওয়ার মত শক্তিশালী নয়। ৩০ জুলাই থেকে শুরু হতে যাওয়া ৩ ম্যাচ টেস্ট সিরিজটির একটি ম্যাচ জিততে পারলেও বড় অর্জন হবে। এমনটাই ভাবেন এক সময়ের ভয়ঙ্কর এই স্পিনার।

পাকিস্তানি গণমাধ্যমকে আজমল বলেন, ‘পাকিস্তান দল তরুণদের সমন্বয়ে গড়া। ইংল্যান্ড সিরিজটি তাদের জন্য কঠিনই হবে। পাকিস্তানের পক্ষে সিরিজ জেতা সম্ভব বলে মনে হচ্ছেনা। পাকিস্তান যদি একটি ম্যাচও জিতে তবে তা সত্যি আশ্চর্যের বিষয় হবে। একজন পাকিস্তানি হিসেবে আমি প্রার্থনা করি দল যেন ভালো খেলে।’

এদিকে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দলের সাথে ইংল্যান্ড গিয়েছেন সাবেক তারকা ব্যাটসম্যান ইউনুস খান। দেশটির সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক এই ব্যাটসম্যানকে নিয়োগ দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রশংসা করেন আজমল।

৪২ বছর বয়সী সাবেক এই স্পিনার এ প্রসঙ্গে বলেন, ‘ড্রেসিং রুমে ইউনুস খানের উপস্থিতি ব্যাটসম্যানদের সাহায্য করবে। এই সফরে তরুণরা মিসবাহ-উল-হক (প্রধান কোচ), ইউনুস খান (ব্যাটিং কোচ), ওয়াকার ইউনুস (পেস বোলিং কোচ) ও মুশতাক আহমেদের (স্পিন কোচ) কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’

করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটের অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি অনুষ্ঠিত হবে দর্শকবিহীন ‘ক্লোজ ডোরে’। এমন ম্যাচকে বধির ক্রিকেটের সাথে তুলনা করেছেন আজমল, ‘দর্শকবিহীন ক্রিকেট ম্যাচ অনেকটা বধির ক্রিকেটের মত দেখাবে। এটি খেলাকে আগের চেয়ে বিরক্তিকর করে তুলবে। এমনকি খেলোয়াড়েরাও এটা পছন্দ করবেনা।’

৯৭ ডেস্ক

Read Previous

‘দ্য গ্রেটেস্ট টি-টোয়েন্টি’ প্যানেলের সর্বকালের সেরা টি-টোয়েন্টি পেসার মালিঙ্গা

Read Next

ফিক্সিং ইস্যুতে দান্ডিওয়ালের ওপর নজর রেখেছে বিসিসিআই

Total
5
Share