মাশরাফি জানালেন করোনা টেস্টে ‘নেগেটিভ’ হবার খবর সত্য নয়

মাশরাফি বিন মর্তুজা
Vinkmag ad

গেল ২০ জুন খবর এসেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা করোনা (কোভিড-১৯) টেস্টে পজিটিভ। এরপর তার স্বাস্থ্যগত বেশ কিছু ভুল খবর সামনে এসেছে। সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেসব ভুল খবর ধরিয়ে দিচ্ছেন মাশরাফিই।

সবশেষ খবর আসে মাশরাফি করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়েছেন। তবে মাশরাফি জানিয়ে দিলেন এটা সত্য নয়। এখনো দ্বিতীয়বার টেস্ট করাননি তিনি।

নিজের ফেসবুক পেইজে (ভেরিফাইড) মাশরাফি বিন মর্তুজা লেখেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে।

মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।

আল্লাহ সহায়।’

প্রসঙ্গত, গত ১৮ জুন করোনা টেস্ট করিয়েছিলেন মাশরাফি। যার ফল হাতে এসেছিল ২০ জুন। করোনা টেস্টে পজিটিভ হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দিয়ে সবাইকে সাবধান ও সতর্ক হতে বলেন মাশরাফি।

করোনা মহামারি আকার ধারণ করার পর নিজ এলাকাতে করোনা ইস্যুতে বেশ কিছু প্রশংসনীয় কাজ করেছেন মাশরাফি। করোনাকালে অসহায়দের সাহায্য করতে নিজের দীর্ঘদিনের ব্যবহৃত ব্রেসলেট নিলামে তুলেছিলেন মাশরাফি। যেখান থেকে ৪২ লক্ষ টাকা পাওয়া গেছে। এই অর্থ মাশরাফির নড়াইল ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়-দুস্থদের জন্য খরচ করা হয়েছে।

৯৭ প্রতিবেদক

Read Previous

২০০৭ এ ‘নিয়ন্ত্রণ’, ২০১৩ তে ‘ভরসা’

Read Next

চ্যালেঞ্জিং ও হতাশার সময় ভালোই কাটছে মুশফিকের

Total
4
Share