দ্বিতীয় দফা করোনা টেস্টে নেগেটিভ ‘৬’ পাকিস্তানি ক্রিকেটার

শাদাব
Vinkmag ad

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর প্রধান নির্বাহী ওয়াসিম খান নিশ্চিত করেছেন ২০ সদস্যের পাকিস্তান দল রবিবার ইংল্যান্ডের ইদ্দেশ্যে রওয়ানা হবেন।

পিসিবির তরফ থেকে প্রথম দফা টেস্টে যারা করোনা পজিটিভ হয়েছিলেন তাদের আরেক দফা টেস্ট করিয়েছিল পিসিবি। ১০ জনের মধ্যে ৬ জন নেগেটিভ প্রমাণিত হয়েছেন।

যারা করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়েছেন- মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ ও ওয়াহাব রিয়াজ।

করোনা টেস্টে আবারো পজিটিভ প্রমাণিত হয়েছেন- কাশিফ ভাট্টি, হারিস রউফ, হায়দার আলি ও ইমরান খান।

পিসিবির দ্বিতীয় দফা টেস্টের আগে নিজে আলাদা করে টেস্ট করিয়েছিলেন মোহাম্মদ হাফিজ, সেখানে নেগেটিভ প্রমাণিত হয়েছিলেন তিনি। হাফিজের করোনা টেস্টকে টেস্ট সিরিজের সাথে তুলনা করলে ৩ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে তিনি! যদিও ইংল্যান্ডের বিমান ধরতে শেষ ম্যাচেও জিততে হবে তাকে। ৬ জন ক্রিকেটারের আরেক দফা টেস্ট হবে। সেখানে নেগেটিভ প্রমাণিত হলেই কেবল ইংল্যান্ডে যাবার সুযোগ মিলবে তাদের।

রবিবার ইংল্যান্ড সফরে যাচ্ছেন যারা-

আজহার আলি (টেস্ট অধিনায়ক), বাবর আজম (টেস্টে সহ অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, খুশদীল শাহ, মোহাম্মদ আব্বাস, মুসা খান, নাসিম শাহ, রোহেল নাজির, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, উসমান খান শিনওয়ারি ও ইয়াসির শাহ।

৯৭ ডেস্ক

Read Previous

ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি ও বেতন বাড়াল পিসিবি

Read Next

যেকারণে পানেসারে অনুপ্রাণিত ভির্দি

Total
7
Share