

ভারতের সীমিত ওভারের ক্রিকেট দলের নিয়মিত মুখ যুজবেন্দ্র চাহাল। এই লেগ স্পিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত, একই সাথে সমালোচিতও। ২৯ বছর বয়সী চাহাল বেফাঁস মন্তব্য করে ফেঁসেছেন বেশ কয়েকবার। ভিরাট কোহলি, রোহিত শর্মা, যুবরাজ সিংরা তো প্রকাশ্যেই তার বেশি কথা বলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
ভারতের জনপ্রিয় চ্যানেল স্টার স্পোর্টস তাদের টুইটার হ্যান্ডেলে এক প্রশ্ন ছুঁড়ে দেয়। যে ব্যাট হাতে যুজবেন্দ্র চাহাল ও বল হাতে ভিরাট কোহলির লড়াইয়ে কে জিতবে?
Yuzi Chahal with the bat 🆚 Virat Kohli with the ball – who do you think would win this battle? 😉 pic.twitter.com/W82H09qfGK
— Star Sports (@StarSportsIndia) June 26, 2020
ভক্ত সমর্থকরা তো প্রশ্নের উত্তর দিচ্ছিলেনই। যুজবেন্দ্র চাহালও দেন উত্তর। নিজের টুইটার আইডিতে চাহাল লেখেন, ‘কোন সন্দেহ নেই, কেবল চাহালই জিতবে।’
No doubt Yuzi only @StarSportsIndia 💪🤝 https://t.co/2NeYbxDwGy
— Yuzvendra Chahal (@yuzi_chahal) June 27, 2020
ব্যাট হাতে ১৩ ইনিংসে নামার সুযোগ পাওয়া চাহাল আন্তর্জাতিক ক্রিকেটে রান করেছেন ৫৪। এদিকে তিন ফরম্যাট মিলে ৭১ ইনিংসে বল হাতে নিয়েছেন ভিরাট কোহলি। টেস্টে কোন উইকেট না পেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৪ টি করে উইকেট পেয়েছেন ভারতীয় দলপতি ভিরাট কোহলি।