

পজিটিভ, নেগেটিভ এবং এখন আবার পজিটিভ! মোহাম্মদ হাফিজের করোনা টেস্টের ফলাফলের রহস্য চলমান।
ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত স্কোয়াডের অন্যদের সঙ্গে মোহাম্মদ হাফিজের করোনা টেস্ট করিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হন তিনি।
পরে নিজ উদ্যোগে করোনা টেস্ট করান অভিজ্ঞ এই অলরাউন্ডার। নেগেটিভ প্রমাণিত হয়ে রিপোর্টের কথা নিজের টুইটার আইডিতে প্রকাশ করেন তিনি।
পিসিবির হিসাব মতে যে ১০ ক্রিকেটার করোনা টেস্টে পজিটিভ হয়েছিলেন তাদের সবার পুনরায় করোনা টেস্ট করানো হয়। এদফাতেও পজিটিভ প্রমাণিত হয়েছেন প্রফেসর বলে খ্যাত হাফিজ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্রমতে স্থানীয় গণমাধ্যমের খবর- শওকত খানম মেমোরিয়াল হাসপাতালে ক্রিকেটারদের করোনা টেস্ট করানো হয়েছিল। যেখানে পজিটিভ প্রমাণিত হয়েছেন হাফিজ।
যেসকল ক্রিকেটারদের টেস্ট করানো হয়েছে তাদের সবার ফলাফল শনিবার আনুষ্ঠানিকভাবে জানাবে পিসিবি। হাফিজের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা ভাবছে পিসিবি।
করোনা টেস্টে পজিটিভ হয়েছেন যারা (পিসিবির মতে)- শাদাব খান, হারিস রউফ, হায়দার আলি, ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান ও ওয়াহাব রিয়াজ।
নেগেটিভ হয়েছেন যারা- ইমাদ ওয়াসিম, উসমান খান শিনওয়ারি, আবিদ আলি, আসাদ শফিক, আজহার আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাম উল হক, খুশদীল শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান ও ইয়াসির শাহ।