

আগামী মাসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে সফরকারীরা। এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে নিজেরা দুই দলে বিভক্ত হয়ে খেলেছে তিন দিনের প্রস্তুতি ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ ব্র্যাথওয়েট একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ হোল্ডার একাদশের মধ্যকার গা গরমের ম্যাচ ড্র হয়েছে। দুই দলের বোলাররা প্রথম ইনিংসে দাপট দেখিয়েছেন। ব্যাটসম্যানরা তাদের সামলে খেলেছেন ২য় ইনিংসে।
আলঝারি জোসেফ ও শ্যানন গ্যাব্রিয়েলের পেসে সামনে প্রথম ইনিংসে ২৭৫ রানে থামে ব্র্যাথওয়েট একাদশ। ওদিকে রেমন রেইফার ১১ বলের ব্যবধানে ৫ উইকেট নিলে প্রথম ইনিংসে ১৯৩ রানের বেশি করতে পারেনি হোল্ডার একাদশ।
দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নেন ব্র্যাথওয়েট একাদশের শামারাহ ব্রুকস (৬৬*) ও শেন ডওরিচ (৫৬*)। ৪ উইকেটে ২৩১ রান স্কোরবোর্ডে জমা করে থামে ব্র্যাথওয়েটরা।
৩১৪ রানের জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে হোল্ডার একাদশ। ওপেন করতে নেমে শেন মোসলে খেলেন ১৪২ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস। ৩ উইকেট হারিয়ে হোল্ডার একাদশের রান যখন ১৪৯, খেলার শেষ ঘন্টা বাজে তখন।
The 1st Intra squad Warm up Match ends as a draw on the final day!🏏
Holder’s XI 2nd Innings
149/3 (44 overs)
Moseley 83* (142)
Bonner 24*(66)
Brathwaite’s XI
Thomas 1/8
Reifer 1/9#WIReady #MenInMaroon pic.twitter.com/YvKWIRVdsR— Windies Cricket (@windiescricket) June 25, 2020
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ব্র্যাহওয়েট একাদশ ২৭৫/১০ (৭৯) ও ২৩১/৪ (৫১), ব্র্যাথওয়েট ৩৪, ক্যাম্পবেল ৪৯, ব্রুকস ৬৬*, হোপ ২, চেজ ৪, ডওরিচ ৫৬*; গ্যাব্রিয়েল ৭-০-৪৮-১, জোসেফ ৬-৩-১৭-২।
ওয়েস্ট ইন্ডিজ হোল্ডার একাদশ ১৯৩/১০ (৫১.১) ও ১৪৯/৩ (৪৪, লক্ষ্য ছিল ৩১৪), মোসলে ৮৩*, সিলভা ১৪, অ্যামব্রিস ৬, ব্ল্যাকউড ১৫, বোনার ২৪*; থমাস ৪-১-৮-১, রেইফার ৩-১-৯-১, হার্ডিং ৩-০-১৯-১।
ফলাফলঃ ম্যাচ ড্র।