

সম্প্রতি ক্রিকেট বিষয়ক প্ল্যাটফর্ম ক্রিকবাজে এসে সাকিব আল হাসান জানিয়েছিলেন আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) তার পছন্দের মুহূর্তের কথা। ২০১২ সালের ফাইনালে কোলকাতা নাইট রাইডার্সের তৎকালীন ম্যানেজার জয় ভট্টাচার্যের সঙ্গে আলাপে ভবিষ্যৎবাণী করেছিলেন, যা ফলেছিল।
হার্শা ভোগলের সঙ্গে আলাপে সাকিব বলেন, ‘২০১২ সালের ফাইনালের বিরতির সময় জয় দা (জয় ভট্টাচার্য) ম্যানেজার ছিল, যাকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন। সে একটা চেয়ারে হতাশ হয়ে বসে আছে কারণ চেন্নাই ১৯০ করে ফেলে। চেন্নাইয়ের মাঠে তাদের বিপক্ষেই এত বড় লক্ষ্য তাড়া আসলেই কঠিন। তো আমি তার কাছে গিয়ে বললাম, দেখ এই ম্যাচটি আমরা জিততে যাচ্ছি আর জয়ের মুহূর্তে আমি ক্রিজে থাকবো। একদম ঠিক তাই হয়েছে শেষ পর্যন্ত। আমি জানিনা আসলে কী ভেবে এটা বলেছিলাম। আমি তার কাছে গিয়ে বললাম আর সেটাই হল।’
‘আমি যখন ক্রিজে যাই তখন জয় দা কে বলা কথাটা আমার মাথায় ঘুরছিল আর মনে হচ্ছে এইতো সেই পরিস্থিতি। সুতরাং আমাকে অবশ্যই এটা শেষ করে আসতে হবে। মনোজ (মনোজ তিওয়ারি) অবশ্য দারুণ ভূমিকা পালন করেছে (৩ বলে ৯*)। সে দুটো বাউন্ডারি মেরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এর আগে বিসলার (মনভিন্দর বিসলা ৪৮ বলে ৮৯) ও জ্যাক ক্যালিসের (৪৯ বলে ৬৯) দুটো দারুণ ইনিংসই আমাদের ম্যাচ জেতায়।’
জয় ভট্টাচার্য নিজের টুইটার আইডিতে জানান ২০১২ সালের মত ২০১৪ সালের ফাইনালেও ভবিষ্যৎবাণী করেছিলেন সাকিব। ২০০ রান তাড়া করছিল কোলকাতা। প্রথম ১০ ওভারে মাত্র ৫৫ রান করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। সেসময় সাকিব জয়কে বলেছিলেন আমাদের ২০০ রান তাড়া করতে হবে এবং আমরাই জিতবো।
@Sah75official chatting with @bhogleharsha on that 2012 IPL final when he told me at halftime that we would win & he would be in the crease when the winning run was hit.
The absolutely mind blowing fact is that he also told me something in the 2014 finalshttps://t.co/juOaweL3Kc— Joy Bhattacharjya (@joybhattacharj) June 25, 2020
KKR was chasing 200, after Kings XI had made just 55 odd in 10 overs. And Shakib came to me & said that now that we had to chase 200, we would surely win, as with that much to score, we had to attack from ball 1 and there was no doubt in our batsmen’s minds.
He was right again!— Joy Bhattacharjya (@joybhattacharj) June 25, 2020