

গত ২ এপ্রিল ছিল ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ৯ বছর পূর্তি। সেদিন ভারতের দ্বিতীয় বিশ্বকাপজয়ী দলকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। সেই টুইট নিয়ে বেশ আলোচনা হয়েছিল যুবরাজ সিংয়ের কারণে।
টুইটে শচীন টেন্ডুলকার ও ভিরাট কোহলিকে আলাদা করে মেনশন করেছিলেন শাস্ত্রী। যুবরাজ সিং সেখানে রিপ্লাই দেন, লেখেন আমাকে ও মাহেন্দ্র সিং ধোনিকেও ট্যাগ করতে পারতেন!
Thanks senior ! U can tag me and mahi also we were also part of it 😂
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 2, 2020
When it comes to World Cups, you are no Junior. Tussi Legend Ho @YUVSTRONG12 ! 🤗 https://t.co/bnZHTyFd8x
— Ravi Shastri (@RaviShastriOfc) April 3, 2020
আজ (২৫ জুন) ছিল ১৯৮৩ বিশ্বকাপ জয়ের ৩৭ বছর পূর্তি। বিশ্বকাপ জয়ী সেই দলকে অভিনন্দন জানান যুবরাজ সিং। সেখানে ঐ দলের সদস্য রবি শাস্ত্রী লেখেন, ‘ধন্যবাদ জুনিয়র। তুমি আমাকে ও কপিল দেবকেও ট্যাগ করতে পারতে।’
Thanks, Junior! You can tag me and Kaps also 😂 – @therealkapildev https://t.co/EZqRbzYTT7
— Ravi Shastri (@RaviShastriOfc) June 25, 2020
Hahahahaha senior ! Your a legend on and off the field 🤪👍👊🏽 Kapil Paaji was a different league altogether
— Yuvraj Singh (@YUVSTRONG12) June 25, 2020