যুবরাজকে ‘রসিকতা’ ফিরিয়ে দিলেন শাস্ত্রী

যুবরাজ সিং রবি শাস্ত্রী
Vinkmag ad

গত ২ এপ্রিল ছিল ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ৯ বছর পূর্তি। সেদিন ভারতের দ্বিতীয় বিশ্বকাপজয়ী দলকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। সেই টুইট নিয়ে বেশ আলোচনা হয়েছিল যুবরাজ সিংয়ের কারণে।

টুইটে শচীন টেন্ডুলকার ও ভিরাট কোহলিকে আলাদা করে মেনশন করেছিলেন শাস্ত্রী। যুবরাজ সিং সেখানে রিপ্লাই দেন, লেখেন আমাকে ও মাহেন্দ্র সিং ধোনিকেও ট্যাগ করতে পারতেন!

আজ (২৫ জুন) ছিল ১৯৮৩ বিশ্বকাপ জয়ের ৩৭ বছর পূর্তি। বিশ্বকাপ জয়ী সেই দলকে অভিনন্দন জানান যুবরাজ সিং। সেখানে ঐ দলের সদস্য রবি শাস্ত্রী লেখেন, ‘ধন্যবাদ জুনিয়র। তুমি আমাকে ও কপিল দেবকেও ট্যাগ করতে পারতে।’

৯৭ ডেস্ক

Read Previous

হোম সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী কিউইরা

Read Next

আশাবাদী মুমিনুল, সতীর্থদের জন্য দিলেন বার্তা

Total
5
Share