

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইংলিশ কাউন্টি ক্লাব এসেক্স ঈগলস প্রস্তাব দেয় বাংলাদেশের হার্ড হিটার ওপেনার তামিম ইকবালকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্সের হয়ে খেলার অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন এই বামহাতি ব্যাটসম্যান।
বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, ‘বিসিবির কাছে তামিম আবেদন করেছিলেন। বোর্ডের পক্ষ থেকে তাকে এনওসি দেয়া হয়েছে।’ ছয় বছর আগে তামিম ২০১১ সালে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে নটিংহ্যাম্পশায়ারের হয়ে খেলতে গিয়েছিলেন। সে আসরে মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল এই দেশ সেরা ওপেনারের। সেবার ২০.৮০ গড়ে করেছিলেন ১০৪ রান।
আগামীকাল থেকে শুরু হওয়া ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে তামিমের আগামীকাল অথবা পরশুর মধ্যে দেশ ছাড়ার কথা রয়েছে। এসেক্স ঈগলসে সতীর্থ হিসেবে তামিম পাবেন সাবেক ইংলিশ টেস্ট কাপ্তান অ্যালিস্টার কুক, ডাচ ক্রিকেটার রায়ান টেন ডাসকাটে (অধিনায়ক, এসেক্স ঈগলস), রবি বোপারা, আসহার জাইদি, জেমস ফস্টারদের।
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। চার ম্যাচে ৭৩.২৫ গড়ে করেছেন ২৯৩ রান। প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে অসাধারণ এক শতকে ১২৮, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫, পরের ম্যাচটায় নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য ফিরেছেন শূন্যহাতে। প্রথমবারের মতো সেমিফাইনালে খেলতে নেমে ভারতের বিপক্ষে করেছেন ৭০ রান। মূলত এই ব্যাটিং নৈপুণ্যই চোখ ধাঁধিয়ে দিয়েছে কাউন্টি ক্লাব এসেক্সে কর্তৃপক্ষের।
আগামী মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ। এরপর দক্ষিণ আফ্রিকা সফর, বিপিএলের মতো ব্যস্ত সূচি। টানা খেলার মাঝেও কাউন্টি লিগের খেলার সুযোগ হাতছাড়া করেননি তামিম।