আকিব জাবেদকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন যে ক্রিকেটার

আকিব জাবেদ
Vinkmag ad

পাকিস্তান ক্রিকেটের সাথে ফিক্সিং শব্দটা যেনো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অনেক প্রতিভাবান ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়েছে ফিক্সিং কান্ডে জড়িয়ে। পাকিস্তানের সাবেক পেসার আকিব জাবেদের দাবি ফিক্সিং করতে রাজি হননি বলেই বাদ পড়তেন তিনি।

সাবেক পাকিস্তানি ক্রিকেটার সেলিম পারভেজের নাম সামনে এনেছেন আকিব। তিনি জানান সাবেক এই ক্রিকেটার সবাইকে বুকির সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। তবে বাদ পড়ার হুমকি পেলেও ফিক্সিংয়ের প্রস্তাবে রাজি হননি আকিব।

পাকিস্তানের স্থানীয় এক চ্যানেলকে আকিব জাবেদ বলেন, ‘দামী গাড়ি, লাখ লাখ টাকা দেওয়া হত ক্রিকেটারদের। আমাকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যদি আমি ফিক্সিং না করি তাহলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সাবেক ক্রিকেটার সেলিম পারভেজের মাধ্যমে বুকিরা ক্রিকেটারদের কাছে পৌঁছাত।’

সেলিম পারভেজ পাকিস্তানের হয়ে কেবল ১ টি ওয়ানডে খেলেছেন (১৯৮০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। ২০১৩ সালে একটি দুর্ঘটনায় মারা যান তিনি। ১৯৯৮ সালে আলোচিত কাইয়ুম রিপোর্টে সেলিম পারভেজ স্বীকার করেছিলেন যে তিনি সেলিম মালিক ও মুশতাক আহমেদকে টাকার প্রস্তাব দিয়েছিলেন। আমির সোহেল সেসময় বলেছিলেন সেলিম পারভেজ তাকে জানিয়েছেন যে তিনি ইনজামাম উল হক ও ওয়াকার ইউনুসকেও টাকা দিয়েছিলেন।

196531

ফিক্সিং প্রসঙ্গে আকিব জাবেদ আরো বলেন, ‘আমি যখন ফিক্সিংয়ের ব্যাপারে জানতে পারি, আমি শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়েছিলাম এর বিরুদ্ধে। আমার আফসোস হয় না যে আমার ক্যারিয়ার দীর্ঘায়িত হয়নি, কারণ আমি নীতির সঙ্গে আপোস করিনি কখনো। অনেকেই আমার অবস্থানের কারণে আমাকে সফরে দূরে সরিয়ে রাখতো, আমার হয়ে কথা বলা ব্যক্তিরাও সমস্যায় পড়তেন।’

১৯৯৮ সালের আলোচিত সেই রিপোর্টে আকিব জাবেদ দাবি করেছিলেন ম্যাচ ফিক্সিংকে না বলার কারণে ওয়াসিম আকরাম তাকে পাকিস্তান দলের বাইরে রেখেছিলেন।

তিনি বলেছিলেন তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সেলিম পারভেজের সঙ্গে যোগাযোগ করে ৪০ লাখ রুপি গ্রহণ করতে, সাথে একটি গাড়িও। যখন তিনি এটা নিতে অস্বীকৃতি জানান তখন ওয়াসিম আকরাম তাকে বলেছিলেন যতদিন আমি অধিনায়ক থাকব ততদিন তুমি দলে সুযোগ পাবে না।

৯৭ ডেস্ক

Read Previous

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার গণ করোনা টেস্ট, পজিটিভ ‘৭’ জন

Read Next

স্থগিত হল নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর

Total
4
Share