‘এটা সত্য নয় যে আমি টেস্ট খেলতে চাইনা’

মুস্তাফিজুর রহমান
Vinkmag ad

তিন ফরম্যাটেই অভিষেকটা দুর্দান্ত হয়েছিল বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের বেশি সময় পার হলেও শুরুর দাপট কমেছে, সংস্করণ বিবেচনায়ও ভূমিকা কমেছে। টিম ম্যানেজমেন্টের ভাবনায় মুস্তাফিজ কেবলই সীমিত ওভারের ক্রিকেটের জন্য উপযুক্ত। সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সই আসলে আপাতত মুস্তাফিজকে ভাবনার বাইরে রাখতে বাধ্য করেছে। তবে টেস্ট খেলতে চান না মুস্তাফিজ এমন গুঞ্জন একদমই সত্য নয় বলছেন নিজেই।

একই বছর ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট অভিষেক মুস্তাফিজের। তবে ওয়ানডে, টি-টোয়েন্টির অর্ধেক ম্যাচও খেলা হয়নি টেস্টে। তার অভিষেকের পর বাংলাদেশের খেলা ২৮ টেস্টে সুযোগ পেয়েছেন ১৩ টিতে।

মূলত চোট ও বিশ্রাম দিতে গিয়েই টাইগার পেসারকে টেস্টে খেলান হয়েছে কম। ১৩ ম্যাচ ২৮ উইকেটের পরিসংখ্যানও অবশ্য তার পক্ষে কথা বলছিলনা। যেখানে ৫৮ ওয়ানডেতে এখনো পর্যন্ত শিকার ১০৯ উইকেট এবং ৪১ টি-টোয়েন্টিতে ৫৮ উইকেট।

কিন্তু তার টেস্ট খেলার আগ্রহ নেই এমন গুঞ্জনে অবশ্য সরাসরি ‘না’ কাটার বয় খ্যাত মুস্তাফিজের। ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজকে’ বাঁহাতি এই পেসার বলেন, ‘আমি সব ফরম্যাটে খেলতে চাই। আমি জানিনা এমন কথা (টেস্টে অনাগ্রহ) কীভাবে আসলো! দেখুন আপনাকে শরীরের সহনশীলতাও বিবেচনায় রাখতে হবে। কখনো কখনো বড় কোন টুর্নামেন্টে নির্দিষ্ট ম্যাচে আমাকে বিশ্রাম দেওয়া হয় ছোট খাটো চোটের কথা চিন্তা করে।’

‘এভাবেই কথাগুলো উড়ে বেড়ায় কিন্তু সাংবাদিকরা এ ব্যাপাগুলো সম্পর্কে জানেনা। তবে এটা সত্য নয় যে আমি টেস্ট খেলতে চাইনা। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যখন একজন বোলার শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো করে সে কখনো দুর্দান্ত বোলার হতে পারেনা। কারণ তাকে তিন ফরম্যাটেই ভালো করতে হবে।’

টেস্টে বোলারদের ভালো করার সম্ভাবনা বেশি উল্লেখ করে ২৪ বছর বয়সী এই পেসার যোগ করেন, ‘বোলারদের টেস্টে ভালো করার সুযোগ সবসময়ই থাকে। এমনকি একটি স্পেল খারাপ হলেও আরেকটি স্পেলে বলে করে পুষিয়ে দেওয়ার সুযোগ থাকে। উদাহরণ হিসেবে যদি বলি আপনি ৫ ওভারে ৫০ রান দিলেন একটি স্পেলে। অন্য আবার আরেক স্পেলে ৫ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিলেন।’

‘তবে সাদা বলে আপনার এই সুযোগ থাকেনা। সাদা বলে আপনি ৯ ওভার ভালো বোলিং করে একটি ওভার যদি খারাপ করেন তাতে দলের উপর অনেক বেশি প্রভাব পড়বে।’ যোগ করেন মুস্তাফিজুর রহমান।

৯৭ ডেস্ক

Read Previous

করোনা টেস্টে পজিটিভ মাশরাফি

Read Next

করোনা টেস্টে পজিটিভ নাজমুল ইসলাম অপুও

Total
0
Share