

গতবছর সেপ্টেম্বরে হুট করেই টেস্ট ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতির ঘোষণা দিয়ে বসেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। মূলত লাল বলে নিজের পারফরম্যান্স বিবেচনা ও সাদা বলে মনযোগ বাড়ানোর লক্ষ্যেই তার এমন সিদ্ধান্ত। আসন্ন ইংল্যান্ড সফরের দলে থাকা ওয়াহাব রিয়াজ অবশ্য টেস্টে খেলতে চান আবারো। ওয়াহাবের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শোয়েব আখতার।
ওয়াহাব রিয়াজ বলেন, ‘আমি লাল বল বা সাদা বলের ক্রিকেটে ফোকাস করার চাইতে দেশকে প্রতিনিধিত্ব করাকে বেশি ফোকাস করছি। আমি বেশ কিছুদিন ধরে টেস্ট খেলিনি। আমি সহজ পথের দিকে না তাকিয়ে দলের চাহিদাকে প্রাধান্য দিচ্ছি। পেশাদার হিসাবে আমি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
ওয়াহাবের টেস্টে ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক টুইটে শোয়েব আখতার লেখেন, ‘ওয়াহাব রিয়াজ, তোমার টেস্ট ক্রিকেটে নিজেকে অ্যাভেইলেবল করার সিদ্ধান্তকে ও পাকিস্তানকে সবার আগে প্রাধান্য দেওয়াকে সাধুবাদ জানাই। তুমি ইংলিশ কন্ডিশনে ভাল করবে ইন শা আল্লাহ।
Really appreciate your decision @WahabViki to make yourself available for Test Cricket. Keeping #Pakistan first.
You’ll do well in English conditions InshAllah.— Shoaib Akhtar (@shoaib100mph) June 15, 2020
পরে ওয়াহাব রিয়াজ শোয়েব আখতারের টুইটে রিপ্লাই দেন।
means a lot coming from you chief
— Wahab Riaz (@WahabViki) June 15, 2020