প্রেমিকার সাথে আলাপ, চটেছিলেন ভিরাট কোহলি

ভিরাট কোহলি নিক কম্পটন
Vinkmag ad

ভিরাট কোহলি মানেই যেন এক আগ্রাসী চরিত্র, যিনি ব্যাট হাতে প্রতিপক্ষকে কোনঠাসা করার পাশাপাশি কথার লড়াইয়েও হারাতে চান। ক্রিকেট ম্যাচের অংশ বলা হয় স্লেজিংকে, সেটিও বেশ ভালোভাবেই করতে পারেন ভারতীয় কাপ্তান। ক্যারিয়ারের শুরু থেকেই এসবে অভ্যস্ত সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। ২০১২ সালে নিজের প্রাক্তন প্রেমিকার সাথে কথা বলায় ইংলিশ ক্রিকেটারের উপর মাঠেই রাগ ঝেড়েছেন। এমনটাই জানালেন সাবেক ইংলিশ ক্রিকেটার নিক কম্পটন।

নিক কম্পটন তার অভিষেক সিরিজেই ভিরাট কোহলির কাছ থেকে পেয়েছেন তিক্ততার স্বাদ। কোহলি প্রেমিকার সাথে কথা বলেই বিপাকে পড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। যদিও বর্তমান ভারতীয় অধিনায়কের প্রেমিকা কম্পটনকে জানিয়েছেন কোহলির সাথে সম্পর্কের ইতি ঘটেছিল। তবে নিজেরা কোহলিকে স্লেজ করেও খুব একটা সুবিধা করতে পারেননি।

ব্যাট করতে এসে প্রতিবারই কোহলির কাছ থেকে খোঁচা সহ্য করা নিক কম্পটন ‘এজ অ্যান্ড স্লেজ’ পডকাস্টকে বলেন, ‘সিরিজ চলাকালীন আমাকে ভিরাট কোহলির কাছ থেকে বিশেষ কিছু শব্দ শুনতে হয়েছে। আমি মনে করি সিরিজের আগে তার প্রাক্তন প্রেমিকার সাথে আলাপই এর পেছন দায়ী। এক সন্ধ্যায় আমি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং আড্ডা দিচ্ছিলাম। সেখানে কোহলির প্রেমিকাও ছিল।’

‘তার সাথে আমার শুধু কথা হয়। এ বিষয়টি ভিরাট কোহলির কান পর্যন্ত পৌঁছায় এবং সে এটা নিয়ে খুব বেশি খুশি ছিল না। যখনই আমি ক্রিজে যেতাম ব্যাটিং করতে তখনই সে কিছু না কিছু বলতো।’

কোহলি প্রেমিকা বললেও সে তরুণী নিজেকে কোহলির প্রাক্তন প্রেমিকা বলে পরিচয় দিত, ‘আমার মনে হয় সে বলার চেষ্টা করেছিল যে ওটা তার প্রেমিকা। কিন্তু মেয়েটি বলেছে সে কোহলির প্রাক্তন প্রেমিকা। আসলে বোঝা কঠিন কে সত্য বলছিল।’

৩৬ বছর বয়সী সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান আরও যোগ করেন, ‘ঐ সময়টা বেশ মজার ছিল। আমি মনে করি খেলোয়াড়েরা বিশেষ করে ইংলিশ ক্রিকেটাররা এটা ধরতে পেরেছিল। সুতরাং আমরা এই ইস্যুতে তাকে (কোহলি) কিছুটা বিড়ম্বনায় ফেলতে চাইতাম মাঠে। কিন্তু আপনি জানেন সে বিশ্বমানের পারফর্মার এবং সে অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়ে দিল শেষ ম্যাচে। এবং স্পষ্টতই তার ক্যারিয়ার কেবল শক্তের দিকেই এগিয়েছে।’

৯৭ ডেস্ক

Read Previous

রাশিদ জানালেন যাদের বিপক্ষে বল করা কষ্টসাধ্য

Read Next

স্মিথের কণ্ঠে ঝরল আমির-বাবরের জন্য প্রশংসা

Total
0
Share