

বিশ্ব ক্রিকেটে তার আগমনটা যেন লেগ স্পিন শিল্পের ধারক হিসেবে। ক্রিকেটের সবচেয়ে কঠিন ও নান্দনিক প্রতিভা দিয়ে অভিষেকের পরই মুগ্ধ করে চলেছেন ভক্ত-সমর্থকদের। তাকে খেলতে হিমশিম খেতে হয় বাঘা বাঘা ব্যাটসম্যানদেরও। তবে তার নিজের চোখে দেখা কঠিন কিছু ব্যাটসম্যানের নাম শোনালেন আফগান তারকা রাশিদ খান।
আফগানিস্তানের তরুণ এই লেগ স্পিনার জানালেন কাদের বিপক্ষে বল করাটা কষ্টসাধ্য। ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের সাথে ইনস্টাগ্রাম লাইভ আড্ডায় রাশিদ খান বলেন ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স , ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলকে বল করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে ছোট মাঠে।
বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল খেলার স্বপ্ন দেখতেন বলেও জানান আফগান তারকা। আইপিএল ইস্যুতে কথা বলতে গিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) খেলার ব্যাপারটিও তুলে ধরেন।
রাশিদ বলেন, ‘আইপিএলের আগেই আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছি। আইপিএলের অভিজ্ঞতা অবশ্য অন্যরকম।’
‘আইপিএলে খেলার স্বপ্ন ছিল আমার, আমি এটি টিভিতে দেখে বড় হয়েছি। সব তারকা ক্রিকেটাররা খেলেন এই লিগ। কোচিং স্টাফরাও দুর্দান্ত।’ যোগ করেন বর্তমানে বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগের আগ্রহের মূলে থাকা এই লেগ স্পিনার।
২১ বছর বয়সী রাশিদ খান যাদের বিপক্ষে বল করা কঠিন জানাতে গিয়ে বলেন, ‘ভিরাট ভাই (ভিরাট কোহলি), এবিডি (ভিলিয়ার্স), রাসেল (আন্দ্রে রাসেল) ও ক্রিস গেইলকে ছোট মাঠে বল করা খুব কঠিন। উইকেটের কাছ থেকে আপনি খুব বেশি সমর্থন পাবেন না। বাউন্ডারি অনেক ছোট তাই ম্যাচের আগে এসব মাথায় রাখতে হয়।’
২০১৭ মৌসুম থেকে আইপিএল খেলছেন সাইনরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। ইতোমধ্যে ৪৬ ম্যাচে উইকেট নিয়েছেন ৫৫ টি। নিজের প্রথম আইপিএল ম্যাচের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে রাশিদ আরও বলেন,
‘আমার অভিষেকটা তোমাদের (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) বিপক্ষে ছিল। আমি প্রথম বলেই বাউন্ডারি দিই। মাঠে কুয়াশা থাকার কারণে আমার জন্য কঠিন ছিল। আমি কিছুটা নার্ভাস ছিলাম। প্রথম উইকেট (মনদীপ সিং) পেয়ে আমি আত্ববিশ্বাসী হই, দ্বিতীয় উইকেট (ট্রেভিস হেড) পেয়ে আমি উপভোগ শুরু করি।’