

করোনা ভাইরাসের শিকার হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন পাকিস্তানের বিখ্যাত এমবি মালিক স্পোর্টসের মালিক মালিক সরফরাজ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টরা।
৫ জুন টুইটারে আজহার আলি, মিসবাহ উল হকরা জানিয়েছিলেন মালিক ব্যাটের দুই কর্নধার মালিক সরফরাজ ও মালিক জুলফিকার করোনার সাথে লড়াই করছেন। মালিক সরফরাজের অবস্থা সংকটাপন্ন ছিল।
Owners of Malik bats Malik Sarfaraz and Malik Zulfiqar both needs our prayers as both are fighting with COVID19 specially Malik Sarfraz is in critical condition and he is on ventilator. May Allah speed their recovery Ameen…
— Azhar Ali (@AzharAli_) June 5, 2020
May Allah grant health and recovery to Malik Sarfaraz and Malik Zulfiqar owner of MB sports from #coronavirus.Please pray for them. pic.twitter.com/dh9T1FFYCk
— Misbah Ul Haq (@captainmisbahpk) June 5, 2020
আজ (৭ জুন) না ফেরার দেশে পাড়ি জমান মালিক সরফরাজ। এমবি মালিক স্পোর্টসের ফেসবুক পেইজে নিশ্চিত করা হয় এই খবর।
শোক প্রকাশ করেছেন পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্টরা।
Malik Sarfraz of the Malik Bats (MB) succumbed to COVID 19. A wonderful man, hearty & humble. Sad indeed. اِنّا لِلّهِ وَاِنّا اِلَيْهِ رَاجِعُوْن.
— Dr. Nauman Niaz (@DrNaumanNiaz) June 7, 2020
Sad news really Malik Sarfraz Owner of MB sports passed away today was suffering from #Covid_19. Condolences to his family & May Almighty Allah bless him Jannah Aameen 🤲🏼 pic.twitter.com/GTUvgl1A0g
— Mohammad Hafeez (@MHafeez22) June 7, 2020
اِنّا لِلّهِ وَاِنّا اِلَيْهِ رَاجِعُوْن
حاجی ملک سرفراز (MB Sports Sialkot)
کے انتقال کی خبر سن کر بہت دکھ ھوا ۔بہت نفیس انسان تھے اللہ تعالی ان کی مغفرت فرماۓ ۔ #COVID pic.twitter.com/6uc5K3tBqE— Muhammad Wasim (@MuhammadWasim77) June 7, 2020
Really shocked to hear about the passing away of Malik Sarfaraz owner of MB sports from corona virus. Give patience to his family and may allah bless him and may allah grant him jannat ameen.
— Abdul Razzaq (@ARazzaqPak) June 7, 2020
প্রসঙ্গত, শোয়েব মালিক, শান মাসুদ, শহীদ আফ্রিদ, উমর আকমল সহ অনেকেই এমবি মালিক ব্যাট ব্যবহার করে থাকেন।