

পাকিস্তানকে সেমিফাইনাল খেলতে না দেওয়ার পরিকল্পনা থেকেই ইংল্যান্ড বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে ইচ্ছেকৃতভাবে হেরেছে ভারত। এমন অভিযোগ পাকিস্তানি সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের। এর আগে ওয়াকার ইউনুস থেকে মুশতাক আহমেদসহ বেশ কয়েকজন সাবেক পাকিস্তানি ক্রিকেটার একই অভিযোগ তোলেন। যা একদমই পছন্দ হচ্ছেনা ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়ার। যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টাও করছেন এমন দাবি ভিত্তিহীন।
বার্মিংহামে ম্যাচটি ভারত হেরেছে ৩১ রানে, ইংলিশদের দেওয়া ৩৩৮ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেও করতে পারেনি ৩০৬ রানের বেশি। দ্বিতীয় উইকেট জুটিতে ভিরাট কোহলি ও রোহিত শর্মা যোগ করেন ১৩৮ রান। কিন্তু রান তাড়ায় দুর্দান্ত কোহলি সেদিন ফিরেছেন ৭৬ বলে ৬৬ রান করে, রোহিত শর্মা থামেন সেঞ্চুরি তুলে। আর শেষদিকে ৩১ বলে ধোনির ব্যাট থেকে আসে অপরাজিত ৪২ রান।
মূলত ধোনির ব্যাটিং অ্যাপ্রোচই ম্যাচকে প্রশ্নবিদ্ধ করতে বাধ্য করেছে কারণ ফিনিশার হিসেবে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে যাওয়া মাহেন্দ্র সিং ধোনি সেদিন যেন জয়ের তাড়নাই দেখাতে পারেননি। সম্প্রতি ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস তার আত্মজীবনী ‘অন ফায়ারে’ ঐ ম্যাচ সম্পর্কে লিখেন, ‘ধোনির মধ্যে জেতার আগ্রহটা ছিল কম, অথবা ছিলই না।’
আর এরপরই ভারতীয়দের কাঠগড়ায় দাঁড় করান পাকিস্তানি সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। তিনি বলেন, ‘আমরা ম্যাচটি দেখেছি, আমাদের সবার ধারণাই এক। আমি মনে করি যে আইসিসির এ ব্যাপারটির ওপর জরিমানা ধরা উচিত। যদি কোনও দল আরেকটি দলকে কোয়ালিফাই করতে না দিতে কোনও ম্যাচ ইচ্ছাকৃতভাবে হেরে যায়, তাহলে ওই দলের জরিমানা হওয়া উচিত।’
রাজ্জাকসহ পাকিস্তানি ক্রিকেটারদের আনা অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান তুলে ধরতে গিয়ে ভারতীয় ধারাভষ্যকার আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলকে বেছে নেন। সেখানে তিনি বলেন, ‘আমি একটা টি-শার্ট পড়েছি যা বলছে লজ্জা পাওয়া যায়নি। একটু চিন্তা করুন এবং কিছু লজ্জা আছে। আইসিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও ওয়াকার ইউনুস বিশ্বকাপের সময় একটি বিবৃতি দেয় যে ভারত ইচ্ছে করে ম্যাচটি ছেড়ে দেয়। আসলেই গুরুত্ব সহকারে!’
রোহিত-কোহলি জুটিকে রহস্যময় বলা এবং ধোনির ব্যাটিং অ্যাপ্রোচ প্রসঙ্গে বেন স্টোকসের চিন্তা ভাবনা সম্পর্কে ভারতীয় এই ধারাভষ্যকার যোগ করেন, ‘এটা মেনে নেওয়া যায় যদি কোহলি ও রোহিতের জুটি স্টোকসের কাছে বোধগম্য না হয় বা ধোনির ব্যাটিং ধরণ তাকে বিভ্রান্ত করে, এটা হতেই পারে। সে কিন্তু বলেনি ভারত ইচ্ছে করে হেরেছে।’
পাকিস্তানি ক্রিকেটারদের অভিযোগের জবাবে আকাশ চোপড়া বলেন, ‘সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা খোলামেলাভাবে বলছেন যে ভারত ইচ্ছে করে হেরেছে এবং আইসিসি তাদের জরিমানা করা উচিত। তারা কীভাবে এমন কিছু ভাবতে পারে? ঐ সময় গ্রুপের শীর্ষ স্থান অর্জন করা ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল। গ্রুপ পর্বে ভারত কেবল একটি ম্যাচে হেরেছে আর সেটা ইংল্যান্ডের বিপক্ষে।’