

করোনা প্রভাবে ক্রিকেটের যে কয়টি মেগা আসর আয়োজন নিয়ে সংশয় বেড়েছে তার একটি নিশ্চিতভাবেই আইপিএল। মার্চের শেষ দিকে মাঠে গড়ানোর কথা থাকলেও করোনা সবকিছুর মত আইপিএলের সূচীতেও দিয়েছে বড়সড় হানা। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে হয় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নতুবা আইপিএল মাঠে গড়াবে যে কোন একটি।
আগামী ১০ জুনের পর আইসিসি বিশ্বকাপ ইস্যুতে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে ঘোষণা দিয়েছে। তবে বসে নেই বিসিসিআই, আইপিএল আয়োজনের সর্বোচ্চ বিকল্প ভাবছে তারা। এমনকি সর্বশেষ উপায় হিসেবে ভারতের বাইরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই জমজমাট টুর্নামেন্টটি আয়োজনেও যেতে পারে তারা।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ‘বোর্ড সব বিকল্পের দিকে নজর রাখছে। যদি ভারতের বাইরে আইপিএল আয়োজনের কথা আসে তাও হতে পারে তবে সেটা একদমই শেষ পর্যায়ে।’
‘যদি এটিই শেষ বিকল্প হয় তবে আমরা বিবেচনায় নিব। আমরা অতীতেও এরকম করেছি এবং প্রয়োজনে আবারও করতে পারি। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ভারতেই আইপিএল আয়োজন করা।’
২০২০ সালের আসরটি ২৯ মার্চ থেকে মাঠে গড়ানোর কথা ছিল যা করোনা ভাইরাস প্রভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে আছে। এর আগে আইপিএলের ২০০৯ সালের আসর দক্ষিণ আফ্রিকা ও ২০১৪ সালের আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল।
আগামী ১০ জুন পর্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে সিদ্ধান্ত স্থগিত করেছে আইসিসি। যেখানে অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ অন্যতম মূল আলোচ্য বিষয়।
নিজেদের সিদ্ধান্তের আগে আইসিসির জন্য অপেক্ষা করবে ভারতীয় বোর্ড এমনটাই জানিয়েছেন ঐ সূত্র, ‘আমরা আরও কিছু আলোচনা করার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। আমাদের নিজেদের দিক থেকে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।’