

অনুশীলনের জন্য নির্ধারিত সেশন তো বটেই নিজ উদ্যোগেও ঘন্টার পর ঘন্টা অনুশীলন করে থাকেন মুশফিকুর রহিম। ফিটনেস ফ্রিক মুশফিকুর রহিম চলমান সংকটময় পরিস্থিতিতে ঘরে বসেই চালিয়ে যাচ্ছেন ফিটনেস ট্রেনিং। তবে মাঠের অনুশীলন সঙ্গত কারণেই হচ্ছে না। সেটা করতেই মুশফিক সহ বেশ কজন ক্রিকেটার বিসিবি’র (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এর কাছে আবেদন করেন। তবে বিসিবি ইতিবাচক উত্তর দিতে পারেনি।
জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘মুশফিক আমাদের সাথে যোগাযোগ করেছিল। সে ব্যক্তিগত অনুশীলন শুরু করতে চেয়েছিল। ক্লিন্তু আমরা তাকে বলেছি এটা তার জন্য নিরাপদ নয়, তার ঘরে বসেই ট্রেনিং করা উচিৎ। হ্যা, ট্রেনিং গুরুত্বপূর্ন কিন্তু খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘আরো বেশ কিছু ক্রিকেটার জানতে চেয়েছিল তারা ব্যক্তিগত ভাবে অনুশীলন করতে পারবে কিনা। কিন্তু আমাদের বার্তা সকলের জন্যই একই ছিল। আমরা আমাদের স্টেডিয়াম জীবাণুমুক্ত করার প্রক্রিয়া চালাচ্ছি, তবে সেটি এখনও শেষ হয়নি।’
৩১ মে বাংলাদেশ সরকার সাধারণ ছুটি শেষ করলে বিসিবি সীমিত আকারে কাজ শুরু করেছে এইসব ব্যাপারে। তবে সবকিছু আগের মত করে ফেরাতে অনেক কিছু বিবেচনায় আনছে বিসিবি।
নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের সামগ্রিক অবস্থা বিবেচনায় আনতে হবে। আমরা হুট করে যেকোন কিছু করতে পারি না। অনেক দেশ তাদের কার্যক্রম শুরু করছে, আমরাও নিশ্চিতভাবে তেমনটি করব। তবে এই মুহূর্তে সেটা শুরুর সঠিক তারিখ জানাতে পারছি না।’
‘ঈদের পর আমরা সবকিছু জীবাণুমুক্ত করার কাজ শুরু করেছি। এবং সেটা চলমান আছে। সেটা শেষ হলেই আমরা বলতে পারবো যে আমরা অনুশীলনে ফিরতে প্রস্তুত।’