

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য মোট ২৫ জন ক্রিকেটারের নাম নির্বাচন করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেল। ১৪ সদস্যের স্কোয়াডের সঙ্গে আছে ১১ জন রিজার্ভ ক্রিকেটার।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ড্যারেন ব্রাভো, শিমরন হেটমেয়ার ও কিমো পল ইংল্যান্ড সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। সেকারণে তাদের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে ২৫ সদস্যের দলে রাখা হয়নি তাদের।
স্কোয়াডে দুই নতুন মুখ মিডল অর্ডার ব্যাটসম্যান রুমাহ বোনার ও ফাস্ট বোলার চেমার হোল্ডার।
২২ বছর বয়সী চেমার হোল্ডার ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সেরা ফাস্ট বোলার ছিলেন। ৮ ম্যাচে ৩৬ উইকেট শিকার করেন তিনি। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা হোল্ডারের সঙ্গে যে অধিনায়ক জেসন হোল্ডারের কোন ব্যক্তিগত সম্পর্ক নেই তা নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
৩১ বছর বয়সী রুমাহ বোনার ২০২০ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ৭ ম্যাচে ৫৮.১১ গড়ে করেছিলেন ৫২৩ রান। ক্যারিবীয়দের হয়ে ২০১১-১২ তে ২ টি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
দলে পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন জার্মেইন ব্ল্যাকউড, রেমন রেইফাররা। অ্যাঙ্কেলে অস্ত্রোপচারের পর এখনো পূর্ণাঙ্গ ম্যাচ ফিটনেস ফিরে পাননি শ্যানন গ্যাব্রিয়েল। তাই মূল স্কোয়াডে না থেকে রিজার্ভ ক্রিকেটারের তালিকায় আছেন তিনি।
উল্লেখ্য, ৯ জুন ইংল্যান্ডে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। ওল্ড ট্র্যাফোর্ডে কোয়ারেন্টাইন পিরিয়ড সেসে ট্রেনিং করবে তারা। সেখানে ৩ সপ্তাহ থেকে এজেস বোলে প্রথম ম্যাচ খেলতে যাবে ক্যারিবীয়রা।
ভেন্যু দুটিতে বায়ো সিকিউর পরিবেশ নিশ্চিত করবে ইসিবি। কন্টিঞ্জেন্সি ও ট্রেনিং ভেন্যু হিসাবে ব্যবহৃত হবে এজবাস্টন। এই সিরিজ মাঠে গড়াবে কিনা তা অবশ্য নির্ভর করছে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর।
ইংল্যান্ড সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড-
জেসন হোল্ডার (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, রুমাহ বোনার, ক্রেইগ ব্র্যাথওয়েট, শামারাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, রাখিম কর্নওয়াল, শেন ডরউইচ (উইকেটরক্ষক), চেমার হোল্ডার, শাই হোপ, আলঝারি জোসেফ, রেমন রেইফার ও কেমার রোচ।
#EngvWI West Indies Squad to defend Wisden Trophy ???? in England????
For more info on schedule, reserve players and bio-secure conditions, click below:https://t.co/mwjrBZSeYp#MenInMaroon pic.twitter.com/TyWsC4Yw77
— Windies Cricket (@windiescricket) June 3, 2020
রিজার্ভ ক্রিকেটার-
সুনীল অ্যামব্রিস, জশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কিওন হার্ডিং, কাইল মায়ের্স, প্রিস্টন ম্যাকসুইন, মারকুইনো মিন্ডলে, শেন মোসলে, অ্যান্ডারসন ফিলিপ, ওশানে থমাস ও জোমেল ওয়ারিকান।
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের সূচিঃ
১ম টেস্ট- ৮-১২ জুলাই, এজেস বোল
২য় টেস্ট- ১৬-২০ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ড
৩য় টেস্ট- ২৪-২৮ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ড