

করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে সবধরণের ক্রিকেট খেলা। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার ক্রিকেটাররা অনুশীলনে ফিরলেও এখনো অন্য অনেক দলের মতো ঘরবন্দি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অলস সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের আমন্ত্রণে নিজেদের মতামত জানাচ্ছেন ক্রিকেটাররা।
বেসরকারী টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের আমন্ত্রণে ফেসবুক পেইজে ‘লাইফ ইজ বিউটিফুল’ নামে লাইভ আড্ডায় অংশ নেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক। সেখানে মাহমুদউল্লাহ রিয়াদ জানান তার পছন্দের সেরা তিনের কথা।
বিশ্বের সেরা ৩ ব্যাটসম্যানের নাম বলতে যেয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘এই মুহূর্তে ভিরাট কোহলি এক নম্বরে থাকবে। এরপর বাবর আজম, মুশফিকুর রহিম।’
বাংলাদেশের সেরা তিন স্পিনার কারা জানতে চাইলে উত্তরে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘অবশ্যই সাকিব, তাইজুল, মেহেদী হাসান মিরাজ।’
এরপর মাহমুদউল্লাহ রিয়াদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা তিন বাঁহাতি স্পিনার কারা।
উত্তরে রিয়াদ বলেন, ‘কোন সন্দেহ নেই রফিক ভাই থাকবেন। রফিক ভাই, সাকিব, রাজ্জাক ভাই।’
ক্যারিয়ারে অসংখ্য বোলারের মুখোমুখি হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদকে প্রশ্ন করা হয় যদি ব্রেট লি, শোয়েব আখতার ও ড্যানিয়েল ভেট্টোরির মধ্য থেকে কোন একজনকে মোকাবেলা করতে হয় তবে কাকে বেঁছে নিবেন।
শোয়েবকে বেঁছে নেন রিয়াদ, জানান কারণও, ‘শোয়েব আখতারকে আমার খেলা হয়নি। যদিও একটা ম্যাচ খেলেছিলাম, ফেস করা হয়নি। আমার কাছে মনে হয় ওনাকে আমি ফেস করতে চাইতাম। কারণ, অবশ্যই চ্যালেঞ্জিং একটা বিষয় হত। ওনার প্রাইম টাইমে উনি ছিলেন সবচেয়ে গতিময় তারকা। এটা চ্যালেঞ্জিং হত। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আর আমি ব্রেট লি ও ড্যানিয়েল ভেট্টোরিকে খেলেছি।’