কোহলিকে ভয় পান না নাসিম শাহ

নাসিম শাহ
Vinkmag ad

সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক যেন প্রতিনিয়ত ছুটে চলেছেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে। বর্তমান বোলারদের কাছে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হওয়া কোহলিকে অবশ্য ভয় পাননা পাকিস্তানি তরুণ পেসার নাসিম শাহ। এখনো কোহলির মুখোমুখি হওয়ার সুযোগ না হলেও ভয় নয় বরং শ্রদ্ধা করেন বলে জানিয়েছেন এই পেসার।

১৭ বছর বয়সী এই পেসার বলেন, ‘আমি আশা করি সুযোগ পেলে ভারতের বিপক্ষে আমি ভালো করতে পারবো এবং আমাদের ভক্তদের হতাশ করবনা। আর ভিরাট কোহলির ক্ষেত্রে, আমি তাকে সম্মান করি কিন্তু তাকে ভয় করিনা।’

ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে হ্যাটট্রিক তুলে নিয়ে সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক করা বোলার হিসেবে রেকর্ড গড়েন। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া ডানহাতি এই পেসার জানিয়েছেন ভারত ও কোহলির বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন।

পাকিস্তানি একটি গণমাধ্যমের সাথে আলাপে নাসিম শাহ বলেন, ‘সেরাদের বিপক্ষে বল করা সবসময়ই কঠিন ও চ্যালেঞ্জিং। তবে এটিই আপনাকে নিজের সেরাটা পেতে সাহায্য করবে। আমি ভিরাট কোহলি ও ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি যখনই সুযোগ আসবে।’

উল্লেখ্য, গতবছর করাচি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৬ বছর ৩০৭ দিন বয়সে পাঁচ উইকেট শিকার করে সর্বকনিষ্ঠ পেসার হিসেবে পাঁচ উইকেট শিকারি হিসেবেও রেকর্ড গড়েন নাসিম শাহ। এখনো পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলা ৪ টেস্টে নিয়েছেন ১৩ উইকেট।

৯৭ ডেস্ক

Read Previous

আফ্রিদি ও গম্ভীরকে ঝামেলা মিটিয়ে নিতে বললেন ওয়াকার

Read Next

লম্বা হতে ১ বছর কেবল সাইকেলই চালিয়েছেন মুমিনুল

Total
24
Share