

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে ১ জুন (সোমবার) থেকে ট্রেনিংয়ে ফিরবে শ্রীলঙ্কান জাতীয় দলের ক্রিকেটাররা। মহামারি আকার ধারন করা করোনা ভাইরাসের জন্য লঙ্কান সরকারের আরোপিত বিধিনিষেধ কঠোরভাবে মেনেই তবে অনুশীলন করবে লঙ্কান ক্রিকেটাররা।
৩১ মে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এটি নিশ্চিত করেছে এসএলসি। সেখানে তারা জানিয়েছে ১৩ সদস্যের নির্বাচিৎ স্কোয়াড ১২ দিনের আবাসিক ট্রেনিং ক্যাম্পে অংশ নেবে কলম্বো ক্রিকেট ক্লাবে। এই সময়ে তারা সবাই দলবদ্ধ হয়ে একটি হোটেলে থাকবে।
তিন ফরম্যাট মিলিয়েই ১৩ সদস্যের স্কোয়াড গঠন করা হয়েছে এই আবাসিক ট্রেনিং ক্যাম্পের জন্য। প্রাথমিকভাবে এখানে বোলারদের প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ মূল প্রতিযোগিতা শুরু হবার আগে বোলারদের কন্ডিশনিংয়ে বেশি সময় প্রয়োজন হয়।
চার সদস্যের কোচিং স্টাফ থাকবেন এই ক্যাম্পে।
উল্লেখ্য, ১ জুন ক্রিকেটাররা হোটেলের ভেতরেই ফিটনেস ট্রেনিং করবে। ২ জুন থেকে শুরু হবে গ্রাউন্ড ট্রেনিং।
The National Men’s players will return to training on the 01st June 2020, strictly adhering to the health regulations imposed by the Government in view of the Covid – 19 pandemic. #SLC #Lka https://t.co/h1MqAjQit2
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) May 31, 2020