

দিন দুয়েক আগে টাইগারদের টেস্ট কাপ্তান মুমিনুল হক বলেছেন করোনায় সিরিজ পিছিয়ে যাওয়ায় কিছুটা স্বস্তি ও আনন্দ পেয়েছেন। কারণ সিরিজ যত পেছাবে ততই দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে দলে পাওয়ার সুযোগ বাড়বে। এবার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহতো বিশ্বকাপ পেছালেও যারপরানাই খুশি বলে জানালেন। তিনিও চান দলের সেরা খেলোয়াড়কে নিয়ে বিশ্বকাপ খেলতে।
তথ্য গোপনের অভিযোগে আইসিসির এক বছরের নিষেধাজ্ঞায় আছেন সাকিব আল হাসান যার মেয়াদ শেষ হবে ২৯ অক্টোবর। ঠিক সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ালে ততদিনে কোয়ালিফাইং পর্ব শেষ হয়ে যাবে বাংলাদেশের।
যদিও করোনা ভাইরাস প্রভাবে যথাসময়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ আয়োজন হচ্ছে কিনা এ নিয়ে আইসিসি- ক্রিকেট অস্ট্রেলিয়ার চলছে আলোচনা। গতকাল (২৮ মে) আইসিসির বোর্ড সভা শেষে জানানো হয়েছে বিশ্বকাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ১০ জুনের পর।
অনিশ্চয়তার দোলাচলে থাকা বিশ্বকাপ সত্যিকার অর্থেই পিছিয়ে গেলে লাভবান হওয়ার কথা বাংলাদেশ দলের। আর দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও ভাবছেন অনেকটা সেরকম কিছুই। বিশ্বকাপ পেছালে দলের সাথে যোগ হবে সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের উপস্থিতি দলকে বাড়তি অনুপ্রেরণা দেয় ও চাঙ্গা রাখে বলে মত মাহমুদউল্লাহ রিয়াদের।
গতকাল (২৮ মে) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘বিডিক্রিকটাইমের’ লাইভ আড্ডায় অংশ নিয়ে টাইগারদের অভিজ্ঞ এই সেনানী বলেন, ‘পিছিয়ে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) গেলে অবশ্যই ভালো। কে না চায় সেরা খেলোয়াড় নিয়ে খেলতে? আমরা অবশ্যই চাই দলের সেরা খেলোয়াড়কে যেন বিশ্বকাপে ফিরে পাই। কারণ কোন সন্দেহ নেই, সাকিব বাংলাদেশ ক্রিকেটে সেরা খেলোয়াড়। তো অবশ্যই আপনি আপনার দলের সেরা খেলোয়াড়কে চাইবেন এবং তার সেরা সার্ভিসও দল পেতে চাইবে। ‘
সাকিবের ফেরা দলের পূর্ণতা এনে দিবে বলেও মত মাহমুদউল্লাহ রিয়াদের ‘অধিনায়ক হিসেবে আমিও চাইবো সাকিব যত দ্রুত সম্ভব যেন দলে আসে এবং আমাদের দলটা যেন পূর্ণতা পায়। ওর উপস্থিতি আর পারফরম্যান্স সবসময়ই দলকে ভালো করার ক্ষেত্রে অনুপ্রাণিত করে, দলের ক্রিকেটারদেরও চাঙ্গা করে। তাই যদি বিশ্বকাপ একটু পিছায়, আমাদের সবার জন্য ভালো, দলের জন্যও ভালো।’