

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে গত বছর ভারত সফরের আগে টাইগারদের টেস্ট অধিনায়কত্ব ওঠে ‘পকেট ডায়নামো’ খ্যাত মুমিনুল হকের কাঁধে। অভিষেকের পর থেকে খেলেছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মত অভিজ্ঞদের অধীনে।
সীমিত ওভারের ক্রিকেটে মুমিনুলও সীমিত হয়ে যাওয়ায় সাদা পোশাকেই স্থায়ী হয়ে যান। ধারাবাহিক পারফরম্যান্সে বাংলার ‘ব্র্যাডম্যান’ ট্যাগও পেয়েছেন ভক্তদের কাছ থেকে। সাদা পোশাকে অধিনায়কত্ব পাওয়া মুমিনুল জানিয়েছেন সিনিয়র ক্রিকেটারদের অধিনায়কত্ব থেকে কোন কোন গুণ নিজের মধ্যে নিতে চান।
সদ্য বিদায়ী ওয়ানডে অধিনায়ক মাশরাফির অনুপ্রেরণার মন্ত্রটাই নিতে চাইবেন মুমিনুল সেটা অনুমেয়ই ছিল, ‘আপনি যদি মাশরাফি ভাইয়ের কথা বলেন যিনি আমাদের অন্যতম সফল অধিনায়ক। তার কাছ থেকে আমি মোটিভেশনটা নিব। উনি প্লেয়ারদের যেভাবে মোটিভেট করে আর উনি জানে একটা প্লেয়ারের কাছ থেকে কীভাবে পারফরম্যান্স আদায় করতে হয়। এ ব্যাপারে সবাই একমত হবে, উনি এ জিনিসটা খুব ভালো করে জানেন। এ জিনিসটা আমি নিব।’
গতকাল (২৬ মে) সাংবাদিক নোমান মোহাম্মদের ‘নট আউট নোমান’ ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে লাইভ আড্ডায় অংশ নেওয়া মুমিনুল হক ব্যাখ্যা করেছেন অন্যদের কোন বিশেষত্ব তার মনে ধরেছে। যার স্থলাভিষিক্ত হয়েছেন মুমিনুল সেই সাকিবের অধিনায়কত্ব প্রসঙ্গে বলেন,
‘সাকিব ভাইয়ের কথা বললে অন দ্য ফিল্ড খুবই ভালো। এ জিনিসটা আমি নিব। অ্যানটিসিপেশন খুব ভালো। মাঠে বেশ আগ্রাসী আর আক্রমণাত্মক থাকে। এ জিনিসটা আমি নিবো।’
২৮ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান তুলনামূলক কম খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে। ৪০ টেস্টের ক্যারিয়ারে রিয়াদকে অধিনায়ক হিসেবে পেয়েছেন ৬ টেস্টে। রিয়াদের অধিনায়কত্ব নিয়ে বলতে গিয়ে মুমিনুল জানান,
‘রিয়াদ ভাইতো বেশিরভাগ টি-টোয়েন্টি অধিনায়কত্ব করেছেন। আমারতো টি-টোয়েন্টি খুব বেশি খেলা হয়নি। উনার অধীনে টেস্ট খুব বেশি খেলা হয়নি (৬ টেস্ট)।’
‘বিপিএলে দেখেছি, ওনার টি-টোয়েন্টি অধিনায়ত্ব দারুণ লাগে। উনি অনেকটা ইনোভেটিভ অধিনায়ক। যেমন উনি মাঝে মাঝে একটা জায়গায় ফিল্ডার সেট করবে যেটা আপনার কাছে বিরক্ত লাগবে। এসব আমার ভালো লাগে।’
মুশফিকুর রহিমের অধীনেই সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন টাইগারদের বর্তমান সাদা পোশাকের অধিনায়ক। দেশের অন্যতম সফল টেস্ট অধিনায়ক মুশফিককে মূল্যায়নটাও করেছেন সেভাবে। মুমিনুল বলেন,
‘কীভাবে একটা প্লেয়ার সেট করতে হয় দলে এটা কিন্তু খুব ভালো জানে (মুশফিক)। আমার কাছে মনে হয়না যে অনেক ভালো অধিনায়কও এটা জানে। একজন ভালো অধিনায়কের এসব জানা উচিৎ।’
‘আপনি একজন প্লেয়ারকে নিলেন, কীভাবে তাকে ব্যাকাপ করবেন, খারাপ সময়ে তাকে কীভাবে ব্যাকাপ করবেন, ভালো সময়ে কীভাবে পরিচালনা করবেন এসব জানা দরকার। উনি প্লেয়ার বেছে নিতে পারেন, একটা প্লেয়ার কত বছর খেলতে পারবে এটাও জানে। সাথে ঐ প্লেয়ারকে কীভাবে টিমে সেটাপ করবে সেটাও জানে। এই জিনিসগুলো নিবো।’