

এলাকার প্রভাবশালী লোকজনের হা-ম-লার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় আইসিসির প্যানেল আম্পায়ার তানভির আহমেদ। ঈদুল ফিতর উপলক্ষ্যে করোনা পরিস্থিতির মধ্যেই বাসায় অতিথি আসাকে কেন্দ্র করে এই হা-ম-লার সূত্রপাত।
চলমান করোনা পরিস্থিতিতে লোকজনকে নিজ গৃহে অবস্থানের নির্দেশ সরকার ও স্বাস্থ্য সংস্থার। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরেও বহাল ছিল এমন নির্দেশনা।
ঈদ উপলক্ষ্যে রাজধানীর মিটফোর্ড এলাকার দিগু বাবু লেইন এলাকায় আম্পায়ার তানভির আহমেদের বাসায় আসে অতিথি। করোনা পরিস্থিতিতে বাসায় অতিথি আসা ভালোভাবে নেয়নি এলাকার প্রভাবশালী একটি পক্ষ।
ডেকে পাঠানো হয় তানভিরের বড় ভাইকে, কথা কা-টা-কা-টির এক পর্যায়ে হা-তা-হা-তি হয় দুই পক্ষের। এরপর তানভির আহমেদ সেখানে পৌছালে অবস্থা আরও খারাপ হয়।
আহত অবস্থায় আইসিসির এই প্যানেল আম্পায়ার তার বড় ভাইকে চিকিৎসা করাতে চিকিৎসক খুঁজে পেতেও কষ্ট করতে হয়েছে। করোনার কারণে বেশিরভাগ হাসপাতাল ও চিকিৎসক ব্যস্ত থাকায় সময় লেগেছে চিকিৎসকের দেখা পেতে। যদিও বর্তমানে কিছুটা সুস্থ আছেন তানভিরসহ আহত তার বড় ভাইও।