

ভারতীয় ক্রিকেটারদের অনুমতি নেই আইপিএল ছাড়া বিদেশি কোন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার। কালেভদ্রে দুই একজনের অনুমতি মিললেও ছাড়তে হয়েছে ভারতের সবধরণের ক্রিকেট খেলার সুযোগ। ফলে ভিরাট কোহলি, রোহিত শর্মাদের চাহিদা আকাশচুম্বী হলেও তাদের দলে ভেড়াতে পারেনা বিপিএল, পিএসএল, বিগ ব্যাশের মত টুর্নামেন্টের দলগুলো।
বিপিএল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল যেমনটা বললেন সুযোগ থাকলে দলের পুরো বাজেট দিয়ে হলেও অন্তর্ভূক্ত করতেন সময়ের অন্যতম সেরা ভারতীয় ব্যাটসম্যান ভিরাট কোহলিকে। ব্যক্তিগতভাবে ভিরাট কোহলির বড় ভক্ত নাফিসা, ক্রিকেটীয় কারণ ছাড়াও ভারত অধিনায়কের নিয়ম-শৃঙ্খলা মুগ্ধ করে ভিক্টোরিয়ান্স মালিককে।
দুইবারের বিপিএল শিরোপা জয়ী দলের মালিক নাফিসা কামাল গতকাল (২৬ মে) ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকফ্রেঞ্জির’ লাইভ আড্ডায় অংশ নিয়ে কোহলির ব্যাপারে আগ্রহের কথা জানান।
সুযোগ থাকলে কোন ভারতীয় ক্রিকেটারকে দলে নিতে চাইবেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা অবশ্যই তাদের (ভারতীয়দের) চাইব। আইপিএল বিশ্বজুড়ে সমাদৃত একটি আসর। এর মডেলটাও যথেষ্ট সফল।’
‘ক্রিকেটারদের পেছনে তারা অনেক অর্থ ব্যয় করে। তাদের দলে পাওয়াটা অবশ্যই দারুণ। আমাদের ক্রিকেটে সেটা কাজে লাগবে। কেননা ওদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিটে ভারতীয় ক্রিকেটাররা অভিজ্ঞ।’
ভিরাট কোহলির জন্য পুরো বাজেট ব্যয় করতেও সমস্যা নেই, মজার ছলে জানালেন সেটিও, ‘আমি আমার দলের ক্রিকেটারদের সাথে মাঝে মধ্যে মজা করে বলি, আমার যদি সুযোগ হয়, তাহলে পুরো দলের ক্রিকেটারদের বাজেট দিয়ে আমি ভিরাট কোহলিকে দলে নেব। বাংলাদেশ ক্রিকেটের বাইরে আমার পুরো মনোযোগের শুরু এবং শেষ ভিরাট কোহলি। শুধু ক্রিকেটার হিসেবে না- নিয়ম শৃঙ্খলা, জ্ঞান বা সবকিছু মিলিয়ে।’
উল্লেখ্য, বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হোক এমন আর্জি অনেকদিন ধরেই করে আসছে ভারতীয় ক্রিকেটাররা। সম্প্রতি সুরেশ রায়না ও রবিন উথাপ্পাও বিসিসিআইয়ের কাছে অনুরোধ জানিয়েছেন বিদেশি লিগে খেলার ব্যাপারে শিথিলতা আনতে। বিদেশি লিগ খেললে নিজেরাও অনেক কিছু শিখতে পারবেন বলে বিশ্বাস রায়না, উথাপ্পাদের।