

শ্রীলঙ্কান পুলিশ আন্তর্জাতিক ক্রিকেট খেলা শিহান মাদুশাঙ্কাকে আটক করেছে। নিজের সাথে নিষিদ্ধ মাদক দ্রব্য বহন করার দায়ে দায়িত্বপ্রাপ্ত কর্তারা আটক করে তাকে।
২৫ বছর বয়সী মাদুশাঙ্কা ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। ম্যাজিস্ট্রেট নিষিদ্ধ মাদক দ্রব্য বহন করা মাদুশাঙ্কাকে দুই সপ্তাহের রিমান্ড দিয়েছে।
শ্রীলঙ্কার পানালা শহরে দুই গ্রামের একটু বেশি নিষিদ্ধ মাদক দ্রব্য বহন করছিলেন তিনি। এক দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান নিষিদ্ধ মাদক দ্রব্য সহই তাকে আটক করা হয়।
অন্য এক সঙ্গীর সঙ্গে একই গাড়িতে ছিলেন মাদুশাঙ্কা। যদিও শ্রীলঙ্কাজুড়ে করোনা ভাইরাসের কারণে কার্ফু চলছে।
শ্রীলঙ্কান সরকার মঙ্গলবার থেকে কার্ফু শিথিল করবে, তবে ২০ মার্চ থেকে এটি কার্যকর হবার পর থেকে লঙ্কান পুলিশ ৬৫ হাজারের মতো মানুষকে নিয়মভঙ্গের জন্য আটক করেছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় শিহান মাদুশাঙ্কার। ৭৯ রানে জেতা ম্যাচে (ত্রিদেশীয় সিরিজের ফাইনাল) শ্রীলঙ্কার পক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ৪০ তম ওভারের শেষ দুই বলে ফিরিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেনকে। ৪২ তম ওভারের ১ম বলেই মাহমুদউল্লাহকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন তিনি।
এরপর অবশ্য আর ওয়ানডে খেলার সুযোগ হয়নি তার। সেই সফরেই বাংলাদেশের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।