

করোনা ভাইরাস প্রভাবে ঝুলে আছে ক্রিকেটের দুটি বড় আসর, মার্চে মাঠে গড়ানোর কথা থাকলেও অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল। অন্যদিকে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও পেন্ডুলামের মত ঝুলছে। গুঞ্জন আছে আয়োজন করা সম্ভব দুটি আসরের যেকোন একটি। আর ভারতীয় বোর্ডের চাওয়া আইপিএলই অনুষ্ঠিত হোক, টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাক ২০২২ সালে।
ভারতীয় বোর্ডের এক শীর্ষ কর্তা অবশ্য অস্বীকার করছেন এমন কিছু। আইপিএলের জন্য বিশ্বকাপ পিছিয়ে দিতে আইসিসিকে চাপ দিবেনা বলে জানিয়েছে বিসিসিআইয়ের প্রবীণ এক কর্তা। তবে সুযোগ বুঝে অক্টোবর নভেম্বরে আইপিএল আয়োজন করা যায় কিনা সেটা বিবেচনায় রাখবে তারা।
এবারের আইপিএল মাঠে না গড়ালে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হবে। অস্ট্রেলিয়ান গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল আইপিএল আয়োজন করতে বিশ্বকাপ পিছিয়ে দিতে আইসিসিকে চাপ দিতে পারে ভারত।
এমন গুঞ্জনের প্রেক্ষিতেই বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল ফোনে রয়টার্সকে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিতে বিসিসিআই কেন আইসিসিকে পরামর্শ দিবে? আমরা মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করব এবং যেটি ঠিক হয়, আইসিসি সিদ্ধান্ত নিবে।’
বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া ফলে তারা যদি সময়মত সবকিছু আয়োজন করতে পারে তাতে ভারতীয় বোর্ডের সুপারিশ কিংবা চাপ দেওয়ার কিছু থাকবেনা বলেও জানান প্রবীণ এই কর্মকর্তা,
‘যদি অস্ট্রেলিয়া সরকার ঘোষণা দেয় টুর্নামেন্ট আয়োজন হবে এবং ক্রিকেট অস্ট্রেলিয়া এ ব্যাপারে আত্মবিশ্বাসী থাকে তবে এটা তাদের সিদ্ধান্ত। বিসিসিআই এ নিয়ে কোন সুপারিশ করবেনা।’